উল্লাপাড়ায় গবাদিপ্রাণির ফ্রি টিকাপ্রদান কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে

সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

 

মোঃ ইলিয়াস হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধি

আপনার প্রাণীকে টিকা প্রদান করুন, সুস্থ রাখুন। চিকিৎসা নয় রোগ প্রতিরোধ করাই আমাদের মূল লক্ষ্য। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের পূর্ব সাতবাড়ীয়া গ্রামে ফ্রি টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করলেন উল্লাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন চন্দ্র দেবনাথ। উক্ত টিকা প্রদান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শামিম আখতার ভেটেরীনারি সার্জন উল্লাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মোঃ আব্দুল হালিম ভি এফ এ এ আই টেকনিশিয়ান ভ্যাকসিনেটর সহ এলাকার খামারিগণ। এ সময় ডাঃ স্বপন চন্দ্র দেবনাথ খামারিদের উদ্দেশে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।মেধা বিকাশে প্রাণিসম্পদের গুরুত্ব অপরিসীম মানুষের প্রতিদিন খাবার তালিকায় দুধ,মাংস,ডিম প্রয়োজন। যেটা আমরা প্রাণিসম্পদের মাধ্যমে উৎপাদন করে থাকি যা মানুষের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন।
এজন্যই প্রাণি সম্পদকে টিকিয়ে রাখতে রোগের চিকিৎসা করার চেয়ে প্রতিরোধ করাটাই আমাদের মূল লক্ষ্য।আপনাদের প্রাণিকে নিয়মিত টিকা প্রদান করবেন রোগ-ব্যাধি কম হবে এতে আপনার গবাদি প্রাণি সুস্থ থাকবে প্রাণিসম্পদ উন্নত হবে। প্রাণিসম্পদের উন্নয়ন হলেই দেশর উন্নয়ন হবে।কখন কিভাবে টিকা প্রদান করতে হবে এ বিষয়ে সুপরামর্শ প্রদান করেন। উপস্থিত খামারিদের সাথে কথা বললে তারা জানায় উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে আমাদের গরু ছাগল ভেড়াকে নিয়মিত টিকা প্রদান করেন।নিয়মিত টিকা প্রদানের কারনেই আমাদের খামারে রোগব্যাধি কম হয়।এজন্যই আমরা লাভবান হতে পারছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *