উত্তেজনার মধ্যেই আর্কটিক অঞ্চলে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক স্লাইড

আগস্ট ২৮, ২০২২ ৯:০০ পূর্বাহ্ণ

আর্কটিক অঞ্চলে রাশিয়ার সামরিক পদক্ষেপ বাড়নো নিয়ে উত্তেজনার মধ্যেই সেখানে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে রাশিয়া। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের  মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, উত্তর মেরু অঞ্চলে মার্কিন নীতি এগিয়ে নিতে সেখানে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ নিয়োগ দেওয়া হবে।

নতুন মার্কিন রাষ্ট্রদূত সাতটি আর্কটিক দেশ – কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং রাশিয়ার পাশাপাশি আদিবাসী গোষ্ঠী এবং অন্যান্য অংশীদারের সঙ্গে যোগাযোগ রাখবেন।

এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের জন্য ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’।  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও ওই অঞ্চলকে অগ্রাধিকার দিচ্ছেন বলেও জানান তিনি।

উত্তর মেরুর কাছে রাশিয়ার সামরিক উপস্থিতি বৃদ্ধি ও চীন আর্কটিক গবেষণা কেন্দ্র নির্মাণের খবরের মধ্যেই এই ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *