নতুন দুটি ডিক্রি জারি করলেন পুতিন

আন্তর্জাতিক

আগস্ট ২৮, ২০২২ ৮:৫৮ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় নাগরিকদের নিয়ে নতুন দুটি ডিক্রি জারি করেছেন৷

একটি হলো- ইউক্রেনের পাসপোর্টধারী যেসব নাগরিক ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু হওয়ার পর রাশিয়ায় এসেছেন বা অবস্থান করছেন তারা যতদিন খুশি রাশিয়ায় থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন।

বর্তমানে রাশিয়ায় ইউক্রেনীয়রা সর্বোচ্চ ৯০দিন অবস্থান করতে পারেন৷ এরপরও যদি কেউ থাকতে চাইত তাহলে তাকে বিশেষ অনুমতি নিতে হত৷ এখন এটি ‘যতদিন খুশি ততদিন’ করে দিয়েছেন পুতিন। ফলে ইউক্রেনীয়রা নির্বিঘ্নে রাশিয়ায় থাকতে পারবেন৷

রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন অন্য ডিক্রিটি জারি করেছেন ইউক্রেনীয় নাগরিকদের জন্যই।

ওই ডিক্রিতে বলা হয়েছে যারা বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার কারণে গত ১৮ ফেব্রুয়ারি থেকে ইউক্রেন এ স্বঘোষিত স্বাধীন দেশ দোনেৎস্ক ও লুহানেস্ক রিপাবলিক ছেড়ে বাধ্য হয়ে রাশিয়ায় চলে এসেছেন তাদের মাসিক ১০ হাজার রুবল ভাতা দেওয়া হবে৷ এরমধ্যে থাকবেন অবসর ভাতা সুবিধাভোগী, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি এবং গর্ভবতী নারীরা।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ১৮ ফেব্রয়ারি পুতিন নির্দেশ দিয়েছিলেন- দোনেৎস্ক এবং লুহানেস্ক থেকে যারা রাশিয়ায় আসবে তাদের প্রত্যেককে যেন ১০ হাজার রুবল দেওয়া হয়।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *