ইসলাম ধর্মকে যে চোখে দেখেন বৃটেনের নতুন রাজা চার্লস

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ১২, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বৃটেনের নতুন রাজা হয়েছেন তার ছেলে চার্লস । রাজা হিসেবে নতুন করে পরিচিত হলেও গত কয়েক দশক ধরেই মিডিয়ার আকর্ষন ছিল তাকে ঘিরে। বিশ্বের বিভিন্ন জাতি ও ধর্মের বিষয়ে তার চিন্তাভাবনাও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইসলাম ধর্মের বিষয়েও রাজা চার্লস একাধিকবার খোলাখুলি কথা বলেছেন। প্রশংসা করেছেন এ ধর্ম এবং এর অনুসারীদেরও।

আল-জাজিরা জানিয়েছে, রাজা চার্লস মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোর-আন সম্পর্কে পড়াশুনা করেছেন এবং মুসলিম নেতাদের কাছে তিনি আরবিতে চিঠিও লিখেছেন। রবার্ট জবসনের লেখা ‘চার্লস অ্যাট সেভেন্টি’ বইতেও বিষয়টি উঠে এসেছে। রাজা চার্লস সবসময়ই ছিলেন পরিবেশ ইস্যুতে সোচ্চার এবং আন্তর্জাতিক পর্যায়ে তিনি জলবায়ু পরিবর্তন ঠেকাতে দীর্ঘ মেয়াদী পদক্ষেপের পক্ষে কথা বলেছেন বহুবার। ২০১০ সালে অক্সফোর্ডের ইসলামিক স্টাডিজ সেন্টারেও পরিবেশ ইস্যুতে বক্তব্য দেন চার্লস। সেসময় তিনি বলেন, ইসলাম অনুযায়ী প্রকৃতির প্রাচুর্যের সীমা আছে। আর তাই মুসলিমদের সীমা লঙ্ঘন না করার নির্দেশনা দেয়া হয়েছে।

২০০৫ সালে ইসলামের নবীর ব্যাঙ্গচিত্র এঁকে বিতর্ক সৃষ্টি করেছিল ডেনমার্কের একটি কার্টুন প্রকাশনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *