ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে হামাস প্রধানের বৈঠক

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে হামাস প্রধানের বৈঠক

আন্তর্জাতিক স্লাইড

নভেম্বর ৬, ২০২৩ ৯:৫৯ পূর্বাহ্ণ

হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সাথে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তেহরানে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর দিয়েছে।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার সাথে হামাস প্রধানের বৈঠক হয়েছে বলে হামাসের একজন কর্মকর্তা জানানোর একদিন পর ইরানের গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে রোববার।

ইরানের সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠী অপরাধযজ্ঞের ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে অবগত করেছেন ইসমাইল হানিয়া। পাশাপাশি পশ্চিম তীরের পরিস্থিতি সম্পর্কেও তার সাথে কথা বলেছেন তিনি।

গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের এই প্রধান ২০১৯ সাল থেকে কাতার এবং তুরস্কে বসবাস করে আসছেন। ইরান বলছে, তারা হামাসকে সমর্থন করলেও গত মাসের শুরুর দিকে ইসরায়েলে এই গোষ্ঠীর আকস্মিক হামলায় তেহরানের কোনো ভূমিকা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *