ইরাকে তুরস্কের সামরিক ঘাঁটিতে রকেট হামলা

ইরাকে তুরস্কের সামরিক ঘাঁটিতে রকেট হামলা

আন্তর্জাতিক

ফেব্রুয়ারি ২, ২০২৩ ১১:১৩ পূর্বাহ্ণ

ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি।

বুধবার ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চল ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ রকেট হামলার তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ইরান-সমর্থিত মিলিশিয়াগোষ্ঠী ইসলামিক রেসিস্ট্যান্স আহরার আল-ইরাক ব্রিগেড বুধবার এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। ঐ গোষ্ঠীর ইরানের আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের এক সরকারি কর্মকর্তা বলেন, কুর্দি অধ্যুষিত এলাকায় রকেট হামলায় কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তুর্কির ঐ কর্মকর্তা।

গত বছরের এপ্রিলে ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে সর্বশেষ সামরিক অভিযান শুরু করেছিল তুরস্ক। পিকেকের সদস্যরা ১৯৮৪ সালে দক্ষিণ-পূর্ব তুরস্কে সশস্ত্র এক বিদ্রোহ শুরু করে। সেই সময় ব্যাপক সহিংসতা ৪০ হাজারের বেশি মানুষ নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *