ইউক্রেনের সাথে শস্য চুক্তি বাতিলের হুমকি রাশিয়ার

ইউক্রেনের সাথে শস্য চুক্তি বাতিলের হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক স্লাইড

এপ্রিল ১৪, ২০২৩ ৮:২৪ পূর্বাহ্ণ

ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তি (দ্য ইনিশিয়েটিভ অন দ্য সেফ ট্রান্সপোর্টেশন অব গ্রেইন) বাতিলের হুমকি দিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞায় স্তিমিত হয়ে পড়ে দেশটির অর্থনীতি। নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে বের হতেই এই হুমকি দেওয়া হয়। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, মস্কো যদি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো অগ্রগতি না দেখে। তবে শস্য চুক্তি থেকে সরে যাবে। মন্ত্রণালয় ইতোমধ্যে দেশটির কৃষি ব্যাংক রসেলখোজকে সুইফট পেমেন্ট সিস্টেমের (ব্যাংকের মাধ্যমে একটি কোড ব্যবহার করে আন্তজার্তিকভাবে ইলেকট্রনিক লেনদেনের মাধ্যম) সঙ্গে পুনরায় সংযোগ করার অনুমতিসহ শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর শর্তের একটি তালিকা তৈরি করেছে।

যেখানে বন্দরগুলোতে প্রবেশসহ খাদ্য, সার ও পরিবহণের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়। কারণ বৈশ্বিক বাজারে খাদ্য ও সারের ক্ষেত্রে রাশিয়ার রপ্তানি সমস্যাগুলো হলো শিপিং, বিমা সংস্থা ও ব্যাংকগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *