ইংল্যান্ডে যাচ্ছেন তামিম

ইংল্যান্ডে যাচ্ছেন তামিম

খেলা

জুলাই ১২, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ণ

একদিনের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত বদল করেন তিনি। বর্তমানে দেড় মাসের ছুটিতে আছেন। এবার জানা গেল, চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন দেশসেরা এ ওপেনার।

অবসর ভাঙলেও মাঠের ক্রিকেটে ফিরতে তামিম সময় নিয়েছেন মাস দেড়েক। কেননা এই সময়ে নিজের ফিটনেস এবং কোমরের যে চোট রয়েছে সেটা সারিয়ে তুলে ফিট হয়েই দলে ফিরতে চান তিনি। আর সেই লক্ষ্যেই লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন টাইগারদের ওয়ানডে দলপতি।

তামিম প্রসঙ্গে আজ বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তামিম দুবাই যাচ্ছে, ১৬ তারিখে। ওখান থেকে ২৫-২৬ তারিখ ইংল্যান্ডে যাবে। লন্ডনে দুইটা মেডিকেল সেন্টারে তার সাথে এপয়নমেন্ট হয়েছে। সেখানে চিকিৎসক দেখাবে। ওখান থেকে কি হয় না হয় সে আপডেট দিবে বলে জানিয়েছে।’

তিনি বলেন, ‘এর মাঝে আমরা ২৫-২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড দিব। তো সে ওখান (ইংল্যান্ড) থেকে আপডেট জানাবে, মেডিকেল রিপোর্ট দেখে বলতে পারবে।’

তামিম যদি এশিয়া কাপ দিয়ে দলে ফেরেন, তাহলে তিনিই কি অধিনায়ক থাকবেন? এমন প্রশ্নে জালাল ইউনুস বললেন, ‘আগে আসুক, আমরা আলোচনা করছি তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে। সে বলেছি আমি আসি। তারপরে এগুলো নিয়ে আলাপ করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *