আমির খানের বাড়ি থেকে সাড়ে ১৭ কোটি রুপি উদ্ধার

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ১১, ২০২২ ১২:১৩ অপরাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গে আমির খান নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১৭ কোটি ৩২ লাখ টাকা উদ্ধার করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

শনিবার সকাল থেকে রাত গড়িয়ে গেলেও আমিরের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা গোনার কাজ চলতেই থাকে। খবর আনন্দবাজার পত্রিকার।

ট্রাঙ্কের পর ট্রাঙ্ক ভরে নগদ টাকা তোলা হয় আমিরের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ট্রাকে।

প্রায় সাড়ে ১৪ ঘণ্টা পর ইডির ম্যারাথন তল্লাশি অভিযান শেষ হয়। অবশেষে গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে বের হন কেন্দ্রীয় সংস্থার কর্মকর্তারা।

শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ গার্ডেনরিচসহ কলকাতার ছটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। তার পর থেকে প্রায় সাড়ে ১৪ ঘণ্টা চলে অভিযান। শুধু গার্ডেনরিচে আমিরের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে নগদে ১৭ কোটি ৩২ লাখ রুপি।

এ ছাড়া তার নিউটাউনের অফিস থেকে উদ্ধার হয়েছে আরও কয়েক কোটি নগদ রুপি।

ইডিসূত্রে জানা গেছে, শনিবার সকালে গার্ডেনরিচের আমিরের বাড়িতে টাকা গোনার কাজ শুরু করেছিলেন ব্যাংকর্মীরা।

পাশাপাশি ওই বাড়িতে আরও টাকা রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তল্লাশি চালিয়েছেন ইডির কর্মকর্তারা।

বস্তুত শনিবার সাতসকালেই গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে আমিরের দোতলা বাড়িতে পৌঁছে যান ইডির কর্মকর্তারা। সাদামাটা ওই দোতলা বাড়িতে তল্লাশি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বেরিয়ে আসে অসংখ্য প্লাস্টিকের থলেতে মোড়া নোটের বান্ডিলের পর বান্ডিল।

দোতলায় একটি ঘরের খাটের তলা থেকে অসংখ্য বান্ডিলে মোড়া ৫০০ টাকার নোট বের হতে থাকে। অনেকগুলো প্লাস্টিকের থলিতে সেগুলো মুড়ে খাটের তলায় রাখা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *