আবারও হতে পারে ভারত পাকিস্তান ম্যাচ!

খেলা

অক্টোবর ১৫, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ

ভারত পাকিস্তান ম্যাচ মানেই একটা বাড়তি উত্তেজনা। পাক- ভারত ম্যাচ মানেই রোমাঞ্চকর লড়াই। ক্রিকেটপ্রেমীরা একসময় দুই দলের নিয়মিত ক্রিকেট যুদ্ধ দেখলেও এখন তার নেমে এসেছে শুধুমাত্র আইসিসির ম্যাচ গুলোতে। দুই দেশের দ্বিপাক্ষীয় সিরিজ বন্ধ হয়ে যায় ২০১২ সালের পর থেকে।

গতকাল আহমেদাবাদে পাকিস্তান পাত্তাই পায়নি স্বাগতিক ভারতের কাছে। পাকিস্তানের দেওয়া মাত্র ১৯২ রানের টার্গেট ব্যাট করতে নেমে ৭ উইকেটে বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেই ভারত। পাকিস্তানের ইনিংসে শেষ ৩৬ রান করতে ৮ উইকেট হারায় তারা। ফলেই ভারতের সামনে চলে আসে সহজ লক্ষ্য টপকানোর সুযোগ। ব্যাট করতে নেমে একটা দুর্দান্ত হলেও শুভমান ফিরে যান মাত্র 16 রানেই। রোহিত শার্মা আর বিরাট কোহলি জুটিতে জয়ের স্বপ্ন দেখলেও বিরাট আউট হলে ম্রেয়াস এবং রোহিত ভারত কে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসে।

তবে বাইস গজের বাইরেই ভারত-পাকিস্তান ম্যাচের যুদ্ধ হয় বেশি। সাবেকরা মেতে উঠেন কথার লড়াইয়ে।তবে বিশ্বকাপে নতুন নিয়মে সব দলের সাথে সব দল মুখোমুখি হয়। ভারত পাকিস্তান ম্যাচ তো হয়ে গেল। প্রশ্ন আবারো কি দেখা যাবে ভারত পাকিস্তান ম্যাচ..?

পয়েন্ট টেবিলের থাকা প্রথম চার দল সুযোগ পাবে সেমিফাইনালের জন্য। ভারতের সাথে যদি পাকিস্তানও উঠতে পারে তাহলে দেখা হতে পারে ভারত পাকিস্তান ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *