আফগানদের প্রথম নাকি নিউজিল্যান্ডের দ্বিতীয়

আফগানদের প্রথম নাকি নিউজিল্যান্ডের দ্বিতীয়

খেলা

অক্টোবর ২৬, ২০২২ ৯:০৬ পূর্বাহ্ণ

টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আজ টি-২০ বিশ্বকাপে গ্রুপ ওয়ানে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে জয় পেতে মরিয়া আফগানরা। অন্যদিকে কিউইদের লক্ষ্য টানা দ্বিতীয় জয়।

আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ড-আফগানিস্তানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

স্বাগতিক ও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে গতবারের রানার্স আপ  নিউজিল্যান্ড। এর মাধ্যমে ১১ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের কোন ম্যাচ জয়ের স্বাদ পায় ব্ল্যাকক্যাপসরা।

প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে ৫৮ বলে অপরাজিত ৯২ রান করেন। এ ছাড়া ফিল আ্যালেন ১৬ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন।

অ্যালেনের ঝড়ে শুরুতেই বিপাকে পড়ে লাইন-লেন্থহীন হয়ে পড়ে অস্ট্রেলিয়ার বোলিং। জবাবে নিউজিল্যান্ডের মত সাহসী ব্যাটিং করতে পারেনি অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের অভিজ্ঞ তিন বোলার টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনারকে সামলাতে গিয়ে হিমশিম খাওয়া অজিরা ১১১ রানে গুটিয়ে যায়। সাউদি মাত্র ৬ রানে ৩টি উইকেট নেন। ৩১ রানে ৩ উইকেট শিকার করেন স্যান্টনার। ২টি উইকেট পকেটে ভরেন বোল্ট।

দারুণ জয়ে আসর শুরু করতে পারায় দলের মনোবল তুঙ্গে বলে জানিয়েছেন বোল্ট। তবে আফগানিস্তানকে হালকাভাবে নিচ্ছেন না তিনি। বরং যুদ্ধ বিধ্বস্ত আফগানদের সমীহ করে এই পেসার বলেন, ‘বড় জয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে আমরা অনেক বেশি আনন্দিত। সকলেই অনেক আত্মবিশ্বাসী।’

বোল্ট আরো বলেন, ‘আফগানিস্তান ম্যাচের জন্য আমরা প্রস্তুত। তবে আমাদের সতর্ক থাকতে হবে। আফগানদের স্পিন বিভাগ অনেক বেশি শক্তিশালী। তাদের দলে অনেক বড় তারকা ক্রিকেটার আছে। রশিদ-মুজিব-নবী একাই ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। তাদের বিপক্ষে খেলার জন্য আমরা আমাদের পরিকল্পনা করেছি।’

অন্য দিকে ইংল্যান্ডের কাছে ৫ উইকেট হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে আফগানিস্তান। ঐ ম্যাচে আফগান ব্যাটারদের ব্যর্থতায় ভালোভাবে ফুটে উঠে। ১১২ রানে অলআউট হয় তারা। তবে ছোট পুঁজি নিয়েও ১৮ ওভার পর্যন্ত লড়াই করেছে বোলাররা। ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছে আফগানরা।

ইংল্যান্ডের কাছে হারের স্মৃতি ভুলে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের স্বাদ নিতে চায় আফগানিস্তান। দলের ওপেনার হজরতউল্লাহ জাজাই বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। কিন্তু বোলিংয়ে ভালো করেছি। বোলিংই আমাদের প্রধান শক্তি। এর সাথে ব্যাটিংয়ে যদি ভালো করতে পারি, নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব কিছু না।’

টি-২০ ফরম্যাটে দ্বিতীয়বারের মত দেখা হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের। গত টি-২০ বিশ্বকাপেই এই ফরম্যাটে প্রথম দেখা হয়েছিলো এই দু’দলের। গ্রুপ-২এর ঐ ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছিলো নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।

আফগানিস্তান দল: মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সেলিম সাফি ও উসমান গনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *