আগামীকাল ঢাবিতে যেসব হল ও আবাসিক এলাকায় পানির সংকট দেখা দিতে পারে

দেশজুড়ে

নভেম্বর ২৮, ২০২২ ১১:০৮ অপরাহ্ণ

আগামীকাল ২৯ নভেম্বর, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক এলাকায় অবস্থিত(ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব সংলগ্ন) ১ লক্ষ গ্যালন পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ওভারহেড ট্যাংক পরিষ্কার করার কাজ সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। ফলে বিশ্ববিদ্যালয়ের ৩ টি হলসহ বেশকিছু আবাসিক এলাকায় আগামীকাল পানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম আবু মুছা চৌধুরী (বিদ্যুৎ,জোন-২) স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়।

“পানি সরবরাহ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তিতে” যে ৩ টি হলে আগামীকাল পানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে সেগুলো হলো: শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল ও স্যার এ. এফ. রহমান হল। এছাড়া উক্ত ৩ টি হল সংলগ্ন আবাসিক এলাকা, ফুলার রোড (উত্তর ও দক্ষিণ) আবাসিক এলাকা, ব্রিটিশ কাউন্সিল, শহীদ গিয়াস উদ্দিন আহমেদ আবাসিক এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, উত্তর নীলক্ষেত আবাসিক এলাকা, দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকা, শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর,ফ্রেপড, কারিগরী কর্মচারী ক্লাব এবং চতুর্থ শ্রেণি কর্মচারী ক্লাবে পানির সংকট দেখা দিতে পারে। বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজন মেটানোর লক্ষ্যে পূর্বেই পানি সংরক্ষণ করে রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। এছাড়া সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *