অভিযানে কড়াকড়ি বিআরটিএর, ৩ লাখের বেশি জরিমানা গুণলো ৯০ বাস

দেশজুড়ে স্লাইড

আগস্ট ১৪, ২০২২ ৮:১৯ পূর্বাহ্ণ

৩ লাখ টাকার বেশি জরিমানা গুণতে হয়েছে অন্তত ৯০টি গণপরিবহনকে। অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের দশটি স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করে বিআরটিএ।

শনিবার বিআরটিএর উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১০টি স্পটে বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত ৩২টি বাসের বিপরীতে ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন।

ঐ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রুট ভায়েলেশন/রুট পারমিটবিহীন, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৯০টি বাসের বিপরীতে ৯০টি মামলায় ৩ লাখ ২৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আজিজুল ইসলাম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন।

অভিযানের সময় বাস ও মিনিবাস মালিক এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *