অক্টোবরে আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় স্লাইড

জুন ১৮, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের অক্টোবর মাসে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি ৬-এর কার্যক্রম শুরু: অগ্রগতি, সম্ভাবনা ও অন্যান্য’  শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, আমাদের মোট ছয়টি এমআরটি লাইন। ২০৩০ সালের মধ্যে কাজ শেষ করা হবে। এর মধ্যে তিনটার কাজের দায়িত্ব জাপান নিয়েছে। আমাদের পাতাল রেল হচ্ছে। জাপানের কাছ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি জাপান সরকারকে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, যত্রতত্র ময়লা ফেলা যাবে না। যত্রতত্র সিগারেট খাওয়া যাবে না। ঢাকা শহরে সিগারেট খাওয়া বন্ধ করুন। শুধু মেট্রোরেল করলে হবে না ডিসিপ্লিন অনেক গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *