অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

রাজনীতি স্লাইড

জুন ২৫, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন সাংবিধানিক নিয়মে হবে। কাউকে বাদ দিয়ে নির্বাচন করার ইচ্ছা নেই। অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ।

রোববার রাজধানীর বনানীতে সেতু ভবনে পদ্মাসেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, যারা পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ায়, অপপ্রচার করে তাদের উপযুক্ত জবাব দিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মাসেতু।

সেতুমন্ত্রী বলেন, গত ১৪ বছরে আন্দোলনকে ঢেকে দিয়েছে একটি মাত্র পদ্মাসেতু। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করে শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন আমরাও পারি।

তিনি আরো বলেন, পদ্মাসেতু কোনো সরকার বা দলের সম্পদ নয়, এটি জাতির সম্পদ। এটি সংরক্ষণের দায়িত্ব সবার।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছে চীনা দূতাবাস। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদ উপলক্ষে বেগম জিয়াকে বিস্কুট, ফল পাঠিয়েছে চীন। এটি প্রধানমন্ত্রীকেও পাঠায়, আমার বাসায়ও পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *