ফেব্রুয়ারি ২, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মহিলা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত খেলায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মিসেস জেসমিন জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, এনডিসি সজীব তালুকদার,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈদুর রহমান শাহীন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা করিমন নেছা, মিসেস সালেহা নজরুল, সহ- সভানেত্রী মিসেস জেসমিন নাহার, মিসেস শাহিনুর আক্তার টুম্পা,মিসেস মোহছেনা আক্তার বানু,সহ- সম্পাদক জেসমিন আক্তার চন্দন, সদস্য শাহানা বুলু, সুমনা আইরিন, এসমোতারা,মমতাজ খাতুন,রুপালী খান,নাসরিন খান লিপি,মারুফা আক্তার স্বপ্না, রাফিয়া খাতুন, লাবনী দত্ত, জোছনা দত্ত।
বিচারকের দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, শিমুন শামস, মির্জা মনিরুজ্জামান কাকন , সাবেক সদস্য কাজী কামরুজ্জামান।
উল্লেখ্য জেলার ৭ টি উপজেলা থেকে আগত এ্যাথলেটসবৃন্দ খেলায় অংশ গ্রহন করেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, খেলাধুলা মানুষের শরীরকে ভালো করে, খেলাধুলায় সাতক্ষীরার মেয়েরা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি আরো বলেন, আজকে যারা খেলায় অংশ গ্রহণ করছে তারাও আগামীতে জাতীয় পর্যায়ে খেলবে। সাতক্ষীরার সাবিনাসহ জাতীয় দলের খেলোয়াড়দের খেলা দেখে আজকে তোমরা অনুপ্রাণিত হয়ে সাতক্ষীরার মান সমুন্নত রাখবা।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ফারহা দিবা খান সাথী। উল্লেখ্য এর আগে সকালে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
ক্যাপশন: সাতক্ষীরায় মহিলা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ২০২৪ এর শুভ উদ্বোধন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।