কুবি শিক্ষক সমিতির নেতৃত্বে তাহের-মেহেদী

কুবি শিক্ষক সমিতির নেতৃত্বে তাহের-মেহেদী

দেশজুড়ে

ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতি নির্বাচন- ২০২৪ এর নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ রেজাউল করিম।

১৫ সদস্যের কার্যনির্বাহী পর্ষদের নীল দলের ১৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। শুধু সাধারণ সম্পাদক পদে লড়েন দুই জন প্রার্থী।

ভোটগণনা শেষে সাধারণ সম্পাদক পদে নীল দল সমর্থিত মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান পান ১৩০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিন পান ৪১ ভোট। মোট ভোটার ছিলেন ১৭৪ জন। তিনটি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের মধ্যে আছেন সভাপতি ড. মো. আবু তাহের, সহ-সভাপতি অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সিএসই সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান, কোষাধ্যক্ষ প্রত্নতত্ত্ব বিভাগের মো. মুর্শেদ রায়হান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান।

এছাড়া সাতটি কার্যকরী সদস্য পদে জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন এআইএস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা মজুমদার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ১ ডিসেম্বর তৎকালীন শিক্ষক সমিতির নির্বাচন ভন্ডুল হওয়ার পর এক বছর বন্ধ ছিল শিক্ষক সমিতির কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *