অনন্ত জলিল-বর্ষা অভিনীত আলোচিত সিনেমা ‘দিন-দ্য ডে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করেছেন মুর্তজা অতাশ জমজম। অনন্ত-বর্ষা জুটির ৭ম সিনেমা ‘দিন-দ্য ডে’। এর মাধ্যমে প্রায় ৮ বছর পর পর্দায় আসছেন এ তারকা দম্পতি।
সিনেমাটি নিয়ে শুরু থেকেই বেশ উচ্ছ্বসিত অনন্ত-বর্ষা। প্রচারেও বেশ সরব ছিলেন তারা। এবারের ঈদুল আজহায় সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি পাচ্ছে ‘দিন-দ্য ডে’। সিনেমাটির ব্যাপারে হল মালিকদের বেশ আগ্রহ দেখা গেছে। সারাদেশের ১২০টি প্রেক্ষাগৃহে চলবে ‘দিন-দ্য ডে’। এরই মধ্যে ঢাকার বিভিন্ন এলাকা সিনেমাটির পোস্টার, ফেস্টুনে ছেয়ে ফেলা হয়েছে।
নিজেদের সিনেমা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন অনন্ত-বর্ষা। গত ২৪ জুন প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষাকে নিয়ে হাজির হয়েছিলেন অনন্ত জলিল। ৩ জুলাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এ জুটি। ৪ জুলাই গেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ৫ জুলাই নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গেছেন এ জুটি।
সারাদেশের যেসব হলে চলবে ‘দিন-দ্য ডে’:
মধুমিতা (ঢাকা), স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা, মিরপুর, সীমান্ত স্কয়ার, এসকেএস, সামরিক জাদুঘর), ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), শ্যামলী (ঢাকা), লায়ন সিনেমাস (কেরাণীগঞ্জ), চিত্রমহল (ঢাকা), আনন্দ (ঢাকা), বিজিবি অডিটরিয়াম (ঢাকা), গীত (ঢাকা), সেনা (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), চাঁদমহল (নারায়ণগঞ্জ), পান্না (মুন্সীগঞ্জ), বর্ষা (জয়দেবপুর), সেনা (সাভার), চন্দ্রিমা (শ্রীপুর), মনিহার (যশোর), লিবার্টি (খুলনা), সংগীতা (খুলনা), সিলভার স্ক্রিণ (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), শাপলা (রংপুর), মধুবন (বগুড়া), রূপকথা (পাবনা), ছায়াবাণী (ময়মনসিংহ), নন্দিতা (সিলেট), মর্ডাণ (দিনাজপুর), মধুমতি (ভৈরব), মালঞ্চ (টাঙ্গাইল), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), অভিরুচি (বরিশাল), আলোছায়া (শরীয়তপুর), রূপসী (ভোলা), সাধনা (রাজবাড়ি), মুন (ময়মনসিংহ), রাজিয়া (টাঙ্গাইল), শাহীন, (টাঙ্গাইল), মল্লিকা (সিরাজগঞ্জ), সংগীতা (সাতক্ষীরা), ময়ূরী (যশোর), তুলি (যশোর), সোনালী (মাদারীপুর), বৈশাখী (রাজবাড়ী), সবুজ (ভোলা), শঙ্খমহল (খুলনা), মমতা (নরসিংদী), ছন্দা (নরসিংদী), চলন্তিকা (নারায়ণগঞ্জ), সোহাগ (নরসিংদী), রাজ (কিশোরগঞ্জ), সুমন (কিশোরগঞ্জ), মনিকা (হবিগঞ্জ), ভিক্টরিয়া (মৌলভীবাজার), শ্যামলী (রংপুর), তামান্না (নীলফামারি), প্রিয়া (ময়মনসিংহ), শতাব্দী (শেরপুর), রাজমহল (চাপাইনবাবগঞ্জ), মনিহার (মাধবপুর), পূবার্শা (বগুড়া), মম ইন (বগুড়া), রুটস (সিরাজগঞ্জ), ফাইভ স্টার (নাটোর), বুলবুল টকিজ (নওগাঁ), মিতালী (নওগাঁ), আনন্দ (নাটোর), আশা (জামালপুর), চিত্রাবাণী (গোপালগঞ্জ), লক্ষ্মী (সাতক্ষীরা), বৈশাখী (বরিশাল), আয়না (জয়পুরহাট), পৃথিবী (জয়পুরহাট), রিতা (লক্ষ্মীপুর), ক্লিওপেট্রা (বগুড়া), ছন্দা (পটিয়া), তাজ সিনেমা (গাইবান্ধা), রুনা (নরসিংদী), স্বপ্নপূরী (শ্রীনগর), কাজলি (চাঁদপুর), পালকি (কুমিল্লা), প্রিয়া (ঝিনাইদহ), কথাচিত্র (কিশোরগঞ্জ), মৌচাক (পাবনা), রজণী (চন্দ্রা), ঝংকার (জামালপুর), মনামী (কুষ্টিয়া), দীপাঞ্চল (কুড়িগ্রাম), নবীন (ব্রাক্ষ্মণবাড়িয়া), মানষী (কুড়িগ্রাম), অবকাশ (দিনাজপুর), জয় সিনেমা (মৌলভীবাজার), চিত্রাপুরী (ময়মনসিংহ), অবসর (দিনাজপুর), অন্তর (ময়মনসিংহ), পলাশ (কুমিল্লা)।