এপ্রিল ১০, ২০২২ ৯:৩২ পূর্বাহ্ণ
আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা ক্রিকেট দল। ঢাকা সফরের আগে প্রধান কোচ নিয়োগ দিল লংকানরা।
সবশেষ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারান সিলভার উড। ইংল্যান্ডের সাবেক এই প্রধান কোচকেই নিয়োগ দিল শ্রীলংকা।
শনিবার এক বিবৃতিতে ক্রিকেট শ্রীলংকা জানায়, দুই বছরের চুক্তি হয়েছে ইংল্যান্ডের সাবেক এই কোচের সঙ্গে। মিকি আর্থার পদত্যাগ করার পর কয়েক মাস ধরে শ্রীলংকার স্থায়ী প্রধান কোচের পদটি খালি ছিল।
গত বছরের শেষের দিকে শ্রীলংকার কোচের পদ থেকে সরে দাঁড়ান আর্থার। এরপর তিনি যোগ দেন ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে।