‘জানি না, কে বাবরকে জুতা দিতে চায়নি’

খেলা স্পেশাল

এপ্রিল ১০, ২০২২ ৯:৩৭ পূর্বাহ্ণ

জাতীয় দলের জার্সি গায়ে দারুণ সময় পার করছেন বাবর আজম।  সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার ৬ ইনিংসের রান ৬৭, ৫৫, ৫৭, ১১৪, ১০৫* ও ৬৬।

তার দুর্দান্ত পারফরম্যান্সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ এনে দিয়েছে পাকিস্তানকে।

আর এরই মধ্যে এক জুতাকাণ্ডের খবরে আলোচনায় পাকিস্তান দলের অধিনায়ক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের খেলোয়াড়ি জীবনের শুরুর দিককার কষ্টের কথা জানিয়েছেন বাবর আজম।
জানালেন, ক্যারিয়ার শুরুর দিনগুলোতে একবার এক চাচাতো ভাইয়ের কাছে জুতা ধার চেয়েও পাননি তিনি।

বাবর বলেন, ‘আমি আমার চাচাতো ভাইকে জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে এক জোড়া জগারস দিতে পারবে কি না। কিন্তু সে আমাকে মানা করে দেয় এবং বলে তার কাছে নেই। আমি তখন বুঝতে পেরেছিলাম আমি এমন কিছু বলে ফেলেছি যা বলা ঠিক হয়নি। আমার সেদিন জুতা চাওয়াই ঠিক হয়নি।’

বাবরের চাচাতো ভাই পাকিস্তান দলের আরেক তারকা ক্রিকেটার উমর আকমল।

পাল্টা জবাবে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কে জুতা দিতে চায়নি বাবরকে?

উমর আকমল বলেন,  ‘আমরা সবসময় আমাদের আত্মীয়দের ক্রিকেট খেলার ব্যাপারে পূর্ণ সমর্থন দিয়েছি। আমি কখনও কারও অনুরোধ ফেলিনি। যারা আমার কাছের মানুষ আছে, তারা এ বিষয়ে জানে। আমার কোনো ধারণাই নেই আমাদের কোন চাচাতো ভাই বাবরকে জুতা ধার দিতে চায়নি।’

তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *