ঝিনাইগাতীতে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা

ঝিনাইগাতীতে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা

দেশজুড়ে

মে ২৪, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতীতে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে, বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নিবিড়তা প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. ফরহাদ হোসেনের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া প্রমুখ।

উক্ত কর্মশালা অন্যান্যদের মধ্যে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ এ,কে,এম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী সহ ৮০জন উপকারভোগী কৃষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *