আজমিরীগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দেশজুড়ে

মার্চ ১০, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ণ

মোঃ আব্দুল হান্নানঃ

-পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেসক্লাব আজমিরীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মিজানুর রহমান মিজানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায়, আজমিরীগঞ্জ বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব।আজ বুধবার ৮ মার্চ বিকাল ৩ টায় আজমিরীগঞ্জ ই-প্রেস ক্লাবের সভাপতি আশিকুর রহমান সোহেল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় আজমিরীগঞ্জ বাজারে থানা পয়েন্ট মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন আজমিরগঞ্জ ই-প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান সোহেল, সহ-সভাপতি মোঃ শিহাব উদ্দিন, সহ সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কনৌজ ব্যানার্জি, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সাইদুর ইসলাম, প্রচার সম্পাদক মোঃ জামিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক শাকিল ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মনসাদ আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আরজিনা বেগম, ক্রীড়া বিষয়ক সম্পাদক পলাশ আহমেদ, সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক আঙ্গুর মিয়া , সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য রবিন মিয়া, তারেক রহমান, প্রভা আক্তার , শৈলেন্দ্র চক্রবর্তী , আল নূর হাসান, প্রমুখ ।বক্তারা মিজানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। গত ৬ মার্চ পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে রাত ১০ টার দিকে একদল সন্ত্রাসী মিজানের উপর হামলা চালায়। তাকে মারাত্মক আহত অবস্থায় আজমিরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *