এপ্রিল ১১, ২০২২ ৮:৫৩ পূর্বাহ্ণ
ঈদ মানেই সিনেমা হলে নতুন সিনেমা মুক্তি। টানা দুই বছর নানা চড়াই উতরাই পার করেছে বাংলা সিনেমা। গত দুই বছর ধরে দেশে ঈদ কেন্দ্রিক সিনেমার বাজার খুব একটা ভালো না হলেও এবারের চিত্র অনেকটাই ভিন্ন।
এবারের ঈদুল ফিতরে মুক্তির তালিকায় যোগ হয়েছে ৪টি বাংলা সিনেমা। কারণ দেশে কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বলা যায়, বছরের শুরুটা বাংলা সিনেমার জন্য ভালো ছিল। এরইমধ্যে কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ায় আশা জেগেছে হল মালিকদের মধ্যে।
এবার মুক্তির তালিকায় আছে শাকিব খান অভিনীত দুই সিনেমা। ‘গলুই’ ও ‘বিদ্রোহী’। এছাড়া আছে সিয়াম অভিনীত ‘শান’ আর ‘বড্ড ভালোবাসি’ শিরোনামের একটি সিনেমা। তবে এ তালিকায় এগিয়ে আছে শাকিব খানের ‘গলুই’ ও সিয়ামের ‘শান’। খোঁজ নিয়ে জানা গেছে, এরই মধ্যে সিনেমা দুটি বুকিং শুরু হয়েছে।
‘গলুই’ এসএ হক অলীক পরিচালিত সরকারি অনুদানে নির্মিত সিনেমা। এর কাহিনী লিখেছেন খোরশেদুল আলম খসরু। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। ‘বিদ্রোহী’ সিনেমার শাকিব খানের বিপরীতে আছেন বুবলী। ২০১৮ সালে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমাটির। ২০২০ সালে মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। এরই মধ্যে ট্রেলার ও গান প্রকাশ হয়েছে সিনেমাটি দুটির। যেগুলোতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।
পূজা চেরি ও সিয়াম আহমেদ জুটির তৃতীয় সিনেমা ‘শান’। আজাদ খানের গল্পে এটি পরিচালনা করেছেন এম রাহিম। পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ মুক্তি উপলক্ষে এরমধ্যে প্রচার শুরু করেছে। ব্যতিক্রমী প্রচারে নজর কেড়েছে নেটিজেনদের। সিয়াম -পূজা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন হাসান ইমাম, অরুণা বিশ্বাসসহ অনেকেই।
মুক্তির তালিকায় সবচেয়ে পেছনে আছে ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন জুয়েল ফারসি। মুক্তির তারিখ নিলেও সিনেমাটি নিয়ে কোনো সাড়া শব্দ নেই সংশ্লিষ্টদের। অনেকে ধারণা, শেষ পর্যন্ত পিছিয়ে যেতে পারে সিনেমাটি। কারণ হিসেবে তারা বলছেন, শাকিব-সিয়ামের সঙ্গে একেবারে নতুন মুখ পাল্লা করতে আসবে না। ‘বড্ড ভালোবাসি’ সিনেমায় অভিনয় করেছেন সুলতানা রোজ নিপা ও অমিতাভ ভট্টাচার্য।
সবমিলিয়ে এবারের সিনেমার ঈদ বাজার বেশ জমজমাট। তবে শেষ পর্যন্ত কোনো সিনেমাগুলো মুক্তি পায় তা দেখার অপেক্ষায় বাংলা সিনেমাপ্রেমীরা। তবে বড় বাজেটের ভিন্ন ধাঁচের সিনেমার আশাই করছেন সিনেমাপ্রেমীদের অনেকে।