ছাদখোলা বাসে অভ্যর্থনা, দুর্ঘটনা থেকে বাঁচলেন চ্যাম্পিয়নরা

ছাদখোলা বাসে অভ্যর্থনা, দুর্ঘটনা থেকে বাঁচলেন চ্যাম্পিয়নরা

খেলা

ডিসেম্বর ২১, ২০২২ ৯:৪৮ পূর্বাহ্ণ

সময়ের সেরা লিওনেল মেসিরহাত ধরে ৩৬ বছর অপেক্ষার অবসান হলো আর্জেন্টিনার। ১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপ উঁচু করে ধরেছিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা।  এরপর ২০২২ এ এসে সেই ট্রফি দেশে ফেরালেন আর্জেন্টাইন অধিনায়ক।  ট্রফি নিয়ে দেশে ফিরে সমর্থকদের অভ্যর্থনা গ্রহণকালে বড় দুর্ঘটনার মুখোমুখি হতে যাচ্ছিলেন মেসিরা। তবে তাৎক্ষণিক প্রচেষ্টায় এ যাত্রায় বেঁচে যায় বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ জয়ের আনন্দ নিয়ে কাতার থেকে আর্জেন্টিনায় পাড়ি দেয় লিওনেল মেসিরা। তাদের বরণ করার জন্য রাস্তায় জড়ো হয় হাজার হাজার সমর্থক। আলবিসেলেস্তেদের অভ্যর্থনা জানানো হয় ছাদখোলা বাসে। সেখানেই ঘটে বিপত্তি।

কাতার থেকে স্বপ্নের ট্রফি নিয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) নিজ দেশে পা রাখে লিওনেল মেসিরা। তৃতীয় বিশ্বকাপ ঘরে তোলার উৎসবে মুখর আর্জেন্টিনা। রাজধানী বুয়েনোস আইরেসে জনস্রোত। মেসিদের বরণ করতে আগে থেকেই সেখানে উপস্থিত ছাদখোলা বাস। বিমানবন্দর থেকে নেমে টারমাকে অপেক্ষমাণ সে ছাদখোলা বাসে ছড়েই শহর প্রদক্ষিণ করেছেন বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যরা।

বুয়েনোস আইরেসে রাস্তায় গভীর রাতে জড়ো হওয়া হাজার হাজার ভক্ত–সমর্থকের অভিনন্দনের জবাব দিচ্ছিলেন মেসিরা। বাসের এ কোণে কিছুটা উঁচু জায়গায় মেসির সঙ্গে বসেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দি পল ও লিয়ান্দ্রো পারেদেসরা। হঠাৎ করে রাস্তার ঝুলন্ত তার এসে পড়ে তাদের সামনে। দ্রুতই মাথা নিচু করে দুর্ঘটনার হাত থেকে বাঁচেন তারা।

তবে এক পাশে থাকা লিয়ান্দ্রো পারেদেস পুরোপুরি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তার মাথায় তারের হালকা আঘাত লাগে। পড়ে যায় তার মাথায় থাকা টুপিটি।

এর আগে ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমবারের মত ট্রফি ছুঁয়ে দেখলেন লিওনেল মেসি। ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন আলভিসেলেস্তেরা। দিয়েগো ম্যারাডোনার পর বিশ্বকাপ ট্রফি উঁচু করে ধরলেন আর্জেন্টাইন অধিনায়ক।

১৮ ডিসেম্বর লুইসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ ২-২ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। এরপর অতিরিক্ত সময়ে মেসির গোলে ৩-২ এ এগিয়ে যায় আর্জেন্টিনা। আবারো পেনাল্টিতে গোল করে ৩-৩ সমতায় ফেরান এমবাপে। এতেই টাইব্রেকারে গড়ায় ফাইনাল। এতে ৪-২ শর্টে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *