‘আমার আসল নাম তাওহিদ হৃদয়, তৌহিদ নয়’

‘আমার আসল নাম তাওহিদ হৃদয়, তৌহিদ নয়’

খেলা

মার্চ ১৯, ২০২৩ ৯:২৭ পূর্বাহ্ণ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ১৪০তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। অভিষেকটা বড় ইনিংস দিয়েই রাঙিয়েছেন এ ব্যাটার, করেছেন রেকর্ডও। আর সবকিছুর পূর্ণতায় অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।

চলতি মাসের শুরুর দিকেই জাতীয় দলের হয়ে টি-২০ ফরম্যাটে অভিষেক হয়েছিল তৌহিদ হৃদয়ের। সপ্তাহ তিনেকের ব্যবধানে ওয়ানডে ক্যাপও পেলেন তিনি। বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে শুরু, এরপর জাতীয় দলের টি-টোয়েন্টি জার্সিটা গায়ে উঠেছিল ইংল্যান্ডের বিপক্ষে। মাঝে শেখ জামালের হয়ে ডিপিএলে একটি ম্যাচ খেলতে নেমেছিলেন, সেখানেও হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।

তবে অভিষেকে এত প্রাপ্তির মাঝে এসেও সংবাদ সম্মেলনে জানালেন একটি আফসোসের কথা। বগুড়ার এই ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন। তখন থেকেই তার নামটা লেখা হচ্ছে ভুলভাবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আগ্রহেই সেটি বলেছেন তিনি।

‘আমার নাম হচ্ছে আসলে তাওহিদ হৃদয়। তবে সবাই আমাকে তৌহিদ বলে। অনূর্ধ্ব-১৯ থেকেই সবাইকে বলে আসছি, কিছু জায়গায় ঠিক ছিল। তবে এখন বেশিরভাগ জায়গায় তৌহিদই চলছে। তবে তাওহিদ ডাকলে আমার ভালো লাগবে। তাওহিদের সুন্দর একটা অর্থ আছে তো, এ কারণে (হাসি)। ই-কার (হাসি)। ’ তাওহিদ নামের অর্থ ‘একাত্মতা’ মূলত এটিই বলেছেন তিনি।

হৃদয়ের জন্য সব কিছুকেই এখন অনেকটা স্বপ্নের মতো। মুশফিকুর রহিমকে দেখে অনুপ্রেরণা পেয়েছিলেন ক্রিকেট খেলার, ওয়ানডে অভিষেকের ক্যাপ নিয়েছেন তার কাছ থেকেই। কী বলেছিলেন তিনি? সংবাদ সম্মেলনে তাওহিদ জানান, ‘ভালো কিছু করো ভবিষ্যতে, দেশকে ভালো কিছু দাও। উৎসাহ দিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *