হুইপ আতিককে নিয়ে ভুয়া অডিও ভাইরাল, দলীয় অঙ্গনে ক্ষোভ-উত্তেজনা

হুইপ আতিককে নিয়ে ভুয়া অডিও ভাইরাল, দলীয় অঙ্গনে ক্ষোভ-উত্তেজনা

রাজনীতি

নভেম্বর ২৩, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী (শেরপুর)।।

জাতীয় সংসদের হুইপ, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপিকে নিয়ে এক নারীর সাথে কথোপকথনের ভুয়া অডিও ভাইরালের ঘটনায় তোলপাড় চলছে।

আওয়ামী লীগ ও হুইপ আতিকের ঘনিষ্ঠদের দাবি, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হুইপ আতিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি প্রভাবশালী মহল তাদের অনুসারীদের দিয়ে অডিও ক্লিপে ছবি জুড়ে দিয়ে সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে, যা ইতোমধ্যে একাধিক পত্রিকাসহ অনলাইন ভার্সনে খবর আকারেও প্রকাশিত হয়েছে।

অন্যদিকে টানা ৫ দফায় নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে ওই নোংরা ষড়যন্ত্রের ঘটনায় দলীয় নেতা-কর্মীসহ সচেতন মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সেইসাথে এলাকায় উঠেছে প্রতিবাদের ঝড়। অভিযোগ উঠেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০ নভেম্বর সোমবার রাতে হুইপ আতিউর রহমান আতিকের ইমেজ ক্ষুণœ করতে দলের বিবদমান একটি প্রভাবশালী বলয়ের অনুসারী হিসেবে পরিচিত সাইদ অন্তর এর স্বনামে একটি ফেসবুক আইডিতে ওই কথোপকথনের অডিও ক্লিপ আপলোড করে ছড়ানো হয়। পরবর্তীতে তা রিমুভ করা হলেও শতশত ফেসবুক ব্যবহারকারীর মেসেঞ্জারে ও মোবাইলে সেটি ছড়াতে থাকে। বিষয়টি রাতেই দলীয় অঙ্গনসহ নানা মহলে জানাজানি হয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পর বিষয়টি খবর আকারে প্রকাশিত হলে দলীয় অঙ্গনসহ বিভিন্ন মহলে ক্ষোভের পাশাপাশি প্রতিবাদের ঝড় উঠে।

ওই বিষয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনালের দাবি, উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি শেরপুরকে শান্ত রাখতে আগামী দিনেও যাকে নিয়ে ভাবছেন শেরপুরবাসী-তার বিরুদ্ধে এমন নোংরা ষড়যন্ত্র দুঃখজনক। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম বলেন, আমরা আশা করছি, যেকোন ধরনের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে হুইপ আতিক আবারও মনোনয়ন নিয়ে বরাবরের মতোই বিপুল ভোটাধিক্যে নির্বাচিত হবেন।

এদিকে হুইপ আতিউর রহমান আতিককে জড়িয়ে সুপার এডিটেড ওই অডিও ক্লিপ ছড়ানোর মাধ্যমে ষড়যন্ত্রের ঘটনায় মঙ্গলবার রাতে শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এরপর অডিও ছড়ানোর ঘটনায় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তবে পুলিশ বিষয়টি স্বীকার করছে না।

সুপার এডিটের মাধ্যমে ভিডিও ক্লিপ ছড়ানোর ঘটনায় হুইপ আতিউর রহমান আতিক তীব্র ক্ষোভ প্রকাশ করে বুধবার গণমাধ্যমকে বলেন, আমার উন্নয়ন ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলের একটি অংশ নানা ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপার এডিট করা একটি ভুয়া অডিও ক্লিপ ছড়াচ্ছে।

তিনি ওই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সর্বস্তরের দলীয় নেতা-কর্মীদের সজাগ ও সতর্ক থাকার পাশাপাশি রুখে দাঁড়াতে প্রস্তুত থাকার আহবান জানান।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরী রুজু হয়েছে। তথ্য-প্রযুক্তির মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। কাউকে আটক করা হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি তা অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *