সাতক্ষীরা শ্যামনগরে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সাতক্ষীরা শ্যামনগরে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দেশজুড়ে

জানুয়ারি ৯, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ

মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা।।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে অবস্থিত পোলের খাল উন্মক্ত, খনন ও নিজেদের জমি মৎস্য ঘেরের ভিতর থেকে উদ্ধার করে ধানী ফসল রোপনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৯ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১০টায় এলাকাবাসী এ মানববন্ধন করেন।

মানববন্ধনে এলাকাবাসী জানান, শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামের আলহাজ্ব শমসের আলী ঢালী বহু বছর ধরে কৈখালীর জয়াখালী এলাকায় সম্পূর্ণ গায়ের জোরে পোলের খাল দখল করে এবং জয়াখালী গ্রামের সমশের গাজীর পুত্র মো. মুনছুর গাজী, আব্দুর রহিম, মৃত গহর আলী গাজীর পুত্র মো. মুনছুর গাজী, আব্দুল মজিদ গাজী, মৃত আব্দুল হামিদের পুত্র মো.তাহাজ্জেদ মোল্যা, মীর রহমত আলীর পুত্র মীর আব্দুল কাইয়োম সহ বেশ কয়েক জনের নিকট হতে জমি ডিড নিয়ে ওয়াব্দার রাস্তা ক্ষতি সাধন করে করে নদী হতে লবন পানি উত্তোলন করে দীর্ঘ বছর মৎস্য চাষ করে আসছে। যার ফলে এলাকার মিষ্টি পানির পুকুর, বসত ভিটা, গাছগাছালিসহ ধান্য ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি সাধন হয়ে আসছে। পোলের খাল দখল করে মৎস্য চাষ করার ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাষনের সুব্যবস্থা না থাকায় এলাকার শত শত পরিবার ক্ষতিগ্রস্থ হয়। বর্তমানে এলাকাবাসী তাদের জমি ফেরৎসহ পোলের খাল উন্মুক্তের কথা জানালে আলহাজ্ব শমসের আলী ঢালী সেটি তোয়াক্কা না করে প্রভাব বিস্তারের মাধ্যমে নতুন ভাবে ঘের পরিচালনার জন্য ভেড়িবাঁধ সংস্কারসহ যাবতীয় কার্যক্রম অব্যহত রেখেছেন।

এ বিষয়ে আলহাজ্ব শমসের আলী ঢালী বলেন, আমি তাদের জমির বিনিময়ে জমি দিয়েছি। আর পোলের খালটি বিগত কয়েক বছর পূর্বে নকিপুর গ্রামের মৃত আলী হোসেনের নামে এজারা নেন বলে জানান। তবে বিগত দুই বছর পূর্বে ইজারার মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা যায়। তবে কোন ক্ষমতা বলে, কার ছত্রছায়ায় পোলের খালটি দখল করে রেখেছে তা খতিয়ে দেখার বিষয় সংশ্লিষ্ট প্রশাসনের।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *