সাতক্ষীরার ৪টি আসনে জামানত হারাচ্ছেন ২৩ প্রার্থী

সাতক্ষীরার ৪টি আসনে জামানত হারাচ্ছেন ২৩ প্রার্থী

জাতীয়

জানুয়ারি ৯, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৩০জন প্রার্থীর মধ্যে জামানত হারাচ্ছেন ২৩ জন। এর মধ্যে জাতীয় পার্টির তিন প্রার্থীসহ দুইজন সাবেক সংসদ সদস্যও রয়েছেন। সাবেক এই সাংসদদ্বয় প্রতীক বরাদ্দ পেলেও নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): সাতক্ষীরা-১ আসনে জামানত হারাচ্ছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ এমপি। তার প্রাপ্ত ভোট ৪৩১। বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ৮৩৫। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী শেখ মোঃ আলমগীর। তার প্রাপ্ত ভোট ২৩৫। তৃণমূল বিএনপির সোনালী আশ প্রতীকের প্রার্থী সুমি ইসলাম। তার প্রাপ্ত ভোট ৪৪২। দোলনা প্রতীকের এসএম মুজিবুর রহমান ওরফে সরদার মুজিব। তার প্রাপ্ত ভোট ১৫ হাজার ৭০৮, ঈগল প্রতীকের প্রার্থী মোঃ নুরুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ২০৮, ট্রাক প্রতীকের প্রার্থী শেখ নুরুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৯৪৮ এবং কাঁচি প্রতীকের প্রার্থী শেখ মুজিবুর রহমান। তার প্রাপ্ত ভোট ৩৫৩। এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন ১ লাখ ৪৪ হাজার ৯৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী সৈয়দ দিদার বখত পেয়েছেন ২৬ হাজার ৮শ’ ২১ ভোট। তবে এই আসনের প্রার্থীদের মধ্যে কাচি প্রতীকের শেখ মুজিবুর রহমান পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এবং মুস্তফা লুৎফুল্লাহর পক্ষে জেলা ওয়ার্কার্স পার্টি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

সাতক্ষীরা-২ (সদর): সাতক্ষীরা-২ আসনে জামানত হারাচ্ছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, তার প্রাপ্ত ভোট ৯৩৮। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর নোঙ্গর প্রতীকের প্রার্থী মোঃ কামরুজ্জামান বুলু, তার প্রাপ্ত ৭২৫ ভোট। তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মোস্তফা ফারহান মেহেদী, তার প্রাপ্ত ভোট ৩০৩, কাচি প্রতীকের এনছান বাহার বুলবুল, তার প্রাপ্ত ভোট ৪৮০ এবং ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ আফসার আলী, তার প্রাপ্ত ভোট ৭ হাজার ৭৯৪। এসব প্রার্থীর মধ্যে কাচি প্রতীকের এনছান বাহার বুলবুল লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে প্রচার অভিযানে অংশ নেন। এই আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী মোঃ আশরাফুজ্জামান ৮৮ হাজার ৩শ’ ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকের মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭ হাজার ৪শ’ ৪৭ ভোট।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা ও কালিগঞ্জের আংশিক): সাতক্ষীরা-৩ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী মোঃ আলিফ হোসেন, তার প্রাপ্ত ভোট ১২ হাজার ৪শ’ ৭৩, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল হামিদ, তার প্রাপ্ত ভোট ৪ হাজার ১৮৩। জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মোঃ মঞ্জুর হোসেন, তার প্রাপ্ত ভোট ১ হাজার ৮৫৫। তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের রুবেল হোসেন, তার প্রাপ্ত ভোট ৮৪৭ এবং বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর চাকা প্রতীকের প্রার্থী শেখ তরিকুল ইসলাম, তার প্রাপ্ত ভোট ৭৭৮। এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. আ ফ ম রুহুল হক ১ লাখ ৭৩ হাজার ৮৭৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের আংশিক): সাতক্ষীরা-৪ আসনে জামানত হারাচ্ছেন তৃণমূল বিএনপির সোনালী আশ প্রতীকের আসলাম আল মেহেদী, তার প্রাপ্ত ভোট ৫০৯। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ মাহবুবুর রহমান, তার প্রাপ্ত ভোট ৩ হাজার ৩৩৯। বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মোঃ শফিকুল ইসলাম, তার প্রাপ্ত ভোট ১ হাজার ৩২। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী শেখ ইকরামুল, তার প্রাপ্ত ভোট ৪৯৩ এবং কাচি প্রতীকের মোঃ মিজানুর রহমান, তার প্রাপ্ত ভোট ৫৮২ ভোট। এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এসএম আতাউল হক ১ লাখ ৩৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজা পেয়েছেন ৩৮ হাজার ৮৮ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *