১৫ বছর পর প্রেক্ষাগৃহে আসছেন নায়ক ‘মান্না’

বিনোদন

অক্টোবর ৪, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ

প্রায় ১৫ বছর পর সিনেমা হলে আসছেন প্রয়াত নায়ক আসলাম তালুকদার মান্না। মান্না অভিনীত শেষ ছবি ‘জীবন যন্ত্রণা’। ১৫ বছর ধরে আলোর মুখ না দেখা সিনেমাটি এবার মুক্তির উদ্যোগ নেয়া হয়েছে। তবে এর আগেও বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু শেষমেশ তার হয়নি। তবে সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী ১৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তির উদ্যোগ নেয়া হয়েছে।

ছবিটির প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের সিনেমা। তাই মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।’

সিনেমার মুক্তি এত বিলম্ব কেন জানতে চাইলে প্রযোজক বলেন, ‘লীলামন্থন নাম দিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম। ওই নামে ২০১১ সালে সেন্সরে জমা দিই। নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়। নানা জটিলতায় এরপর সিনেমাটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। করোনার কারণেও মুক্তি পিছিয়ে যায়। আমি মনে করি, এই সময়ে তারকাবহুল সিনেমাটির আবেদনও অনেকটাই কমে গেছে।’

জানা যায়, ২০২১ সালের অক্টোবরে এটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। প্রযোজক খোরশেদ আলম খসরুর সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন জাহিদ হোসেন।

পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জাহিদ হোসেন। তিনি বলেন, ‘বেশ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। অনেক অপেক্ষার পর এটি মুক্তি পাবে ভেবে ভালো লাগছে। মান্না এ সিনেমার অন্তঃপ্রাণ। তাঁর শিডিউল পেয়েছিলাম ১০ দিনের। শেষ দৃশ্যটি তিনি করে যেতে পারেননি। এর আগেই পৃথিবী থেকে চিরবিদায় হন। পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় তাঁর শহীদ হওয়ার দৃশ্যটি করেছি।’

উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান মান্না। এর ১৫ বছর পর মুক্তি পেতে যাচ্ছে ‘জীবন যন্ত্রণা’।

সিনেমায় মান্নার সহশিল্পী হিসেবে কাজ করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলে মান্নার জন্ম। তাঁর প্রকৃত নাম আসলাম তালুকদার। ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে অংশ নিয়ে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ৩০০-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্রে অবদান রাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই নন্দিত অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *