বিএনপি আন্তর্জাতিকভাবে লবিস্ট নিয়োগ করে সরকারকে চাপ প্রয়োগের চেষ্টা করছে: হানিফ

বিএনপি আন্তর্জাতিকভাবে লবিস্ট নিয়োগ করে সরকারকে চাপ প্রয়োগের চেষ্টা করছে: হানিফ

রাজনীতি

অক্টোবর ৫, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ

মংক্যচিং মারমা, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ ইবি শাখার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ, ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে এবং অধ্যাপক মিঠুন মুস্তাফিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুবউল আলম হানিফ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান এবং বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কবি কামরুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ৭৫ সালে যখন আমাদের আধার নেমে আসে আমরা মনে করেছিলাম হয়তো আমাদের মুক্তিযোদ্ধা প্রজন্ম এই আধার থেকে বের হতে পারবো না। তারপর ১৯৮১ সালে আওয়ামীলীগের সম্মেলনে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতেই আওয়ামিলীগে শেখ হাসিনা সভাপতি নির্বাচিত হন। সে বছরই দেশে প্রত্যাবর্তন করেন। সেই আধার থেকেই আলোর পথে যাত্রা শুরু তারপর আবার অন্ধকার। এই গত ১৪ বছর হলো বাংলাদেশের মানুষের সময়, বাংলাদেশের সাধারণ জনগনের সময়। তিনি সকল আধার মুছে দিয়ে চার মেয়াদে সরকার প্রধান হয়ে দেশের হাল ধরেছেন। ৭১ এর যুদ্ধাপরাধী ঘাতকদের বিচার সংগঠিত করেছেন এবং তা চলমান রয়েছে।

তিনি বলেন, ভারতের সাথে সীমান্ত চুক্তি, ছিটমহল সমস্যার সমাধান, সমুদ্রে সাবমেরিন সহ মহাকাশ জয় সবকিছুই সম্ভব হয়েছে আমাদের জননেত্রীর কল্যাণে। পদ্মাসেতু বলেন, মেট্রোরেল বলেন, কর্ণফুলী টানেল বলেন, পারমানবিক বিদ্যুৎকেন্দ্র বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন, সিক্স লাইন মহাসড়ক বলেন এসবকিছু দৃশ্যমান উন্নয়ন। এসবকিছুর স্বপ্নদ্রষ্টা, বাস্তবায়নকারী হলেন আমাদের জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকার এবং বিশ্ব রাজনীতির এক উজ্জ্বল প্রভাব। তার নেতৃত্বের জন্য আজকে তিনি একজন বিশ্বনেতায় পরিণত হয়েছেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুকে অনুসরণ করতেন। শেখ হাসিনার যে কঠিন দৃঢ়চেতনা এক সাহসী মনোবল সেটাও জাতির পিতা বঙ্গবন্ধু কাছ থেকে পেয়েছেন। কঠিন সংগ্রামে মধ্যেও কীভাবে অবিচল থাকতে হয় এই দীক্ষা শেখ হাসিনা বাবার কাছ থেকেও পেয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে একটা ভয়াবহ ষড়যন্ত্রের জাল বিস্তারের চেষ্টা চলছে। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারি প্রথম সাপ্তাহে হওয়ার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। তফসিল হয়তো নভেম্বরের প্রথম সাপ্তাহে হয়ে যাবে। কিন্তু এই নির্বাচন বানচাল করতে একটি দল আন্দোলন শুরু করছে। বিএনপি-জামায়াত সরকারের অধীনে নির্বাচন করতে চায় না, বরং তারা নির্বাচন বানচাল করতে চায়। সাংবিধানিক ধারাবাহিক প্রক্রিয়া বজায় রাখতে নির্দলীয় সরকারের বিকল্প নেই। তাহলে বিএনপি অসাংবিধানিক সরকার দেখতে চায়? বিএনপি গণতান্ত্রিক দল হলে অগণতান্ত্রিক সরকার কেন চাচ্ছে? কেন অসাংবিধানিক কথা বলছে? বিএনপি নেতাকে, তাদের শীর্ষ দুই নেতার মধ্যে বেগম খালেদা জিয়া যিনি ইতোমধ্যে বেশ কিছু মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। নির্বাচনে অংশগ্রহণের উনার কোনো সুযোগ নেই। এরপর তারেক রহমান, সে বিভিন্ন হত্যা, দুর্নীতি, মানি লন্ডারিংয়ের মামলায় দণ্ড প্রাপ্ত হয়েছেন। সে নিজেও নির্বাচনের অযোগ্য। ২০০১-২০০৬ যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া। আর হাওয়া ভবন বানিয়ে শ্যাড়ু (ছায়া সরকার) প্রাইমমিনিস্টার ছিলেন তারেক রহমান। উন্নয়ন প্রকল্পগুলো হাওয়া ভবন থেকে নিয়ন্ত্রণ করতেন তারেক রহমান। পোস্টিং থেকে শুরু সবই তার নেতৃত্বে হতো। তিনি ঐ সময় প্রমাণ করেছিলেন যে তার মধ্যে কী ভয়ংকর খারাপ মানসিকতা। দুর্নীতি করে ক্ষান্ত হননি। প্রতিপক্ষকে হরতালের মাধ্যমে নিশ্চিহ্ন করে দেওয়ার মানসিকতা হাওয়া ভবন থেকে পরিচালনা করেছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে হত্যাকান্ড করল।

এছাড়াও তিনি বলেন, নৌকায় ভোট দেওয়ার কারণে আওয়ামী লীগ নেতাকর্মীদের মেয়ে ও বোনকে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়। এটা কোনো রাজনীতি হতে পারে না। শুধু মাত্র ভোট দেওয়ার অপরাধে মেয়ে বোনকে পাশবিক নির্যাতনের শিকার হতে হবে? বাংলাদেশের মানুষ কি তার দিকে মুখ ফিরিয়ে তাকাবে? এখন সেই কারণে বিএনপি করতে চাই না বরং নির্বাচন বানচাল করতে চায়, ষড়যন্ত্র শুরু হয়েছে। আন্তর্জাতিকভাবে লবিস্ট নিয়োগ করে সরকারকে চাপ প্রয়োগের চেষ্টা করতেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *