ঝিনাইগাতীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

দেশজুড়ে

মার্চ ৭, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ

ঝিনাইগাতী(শেরপুর) মুরাদ শাহ জাবাল :
শেরপুরের ঝিনাইগাতীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আশরাফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়,
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন দিলদার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: সুরুজ্জামান আকন্দ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম,মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো: মোজাম্মেল হক, উপজেলা তাতি লীগের আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্য ৭ মার্চ ভাষণের তাৎপর্য তুলে ধরেন। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সভাটির সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *