কোল্ড চেইন বিনিয়োগ সম্মেলন ২০২৪; শিল্প বিকাশের পথ খুলছে

শিল্প ও সংস্কৃতি

মার্চ ৭, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ

শওকত আলী হাজারী।।

ঢাকা ২৮ ফেব্রুয়ারি, বুধবার ২০২৪ বিডার মাল্টিপারপাস হলে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্প (বিটিএফ) এর উদ্যোগে “কোল্ড চেইন বিনিয়োগ সম্মেলন -২০২৪ “ উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এমপি। কনফারেন্সে বিডার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) জনাব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম উদ্দিন, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মাহবুবুল আলম, সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
কোল্ড চেইন বিনিয়োগ সম্মেলন -২০২৪ সম্মেলনে প্রধান অতিথির বক্ত্যবে সালমান ফজলুর রহমান কোল্ড চেইন অবকাঠামোর গুরুত্ব উল্লেখ করে বলেন, কোল্ড স্টোরেজের স্বল্পতার জন্য আমাদের উৎপাদিত কৃষি পণ্য যথাযথ ভাবে সংরক্ষণ করতে পারছি না। আমাদের অধিকাংশ কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করে থাকে, সেক্ষেত্রে অন্যান্য কৃষি পণ্য যেমন পিয়াজ, গাজর, বিভিন্ন ধরনের দেশি ফল, সবজি, মাছ ইত্যাদি স্টোরেজের সুযোগ খুবই কম। অন্য দিকে যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় পরবর্তীতে পণ্যগুলো আমদানি করতে হচ্ছে এবং ভোক্তা পর্যায়ে অধিক মুল্যে ক্রয় করতে হচ্ছে। যথাযথ ভাব সংরক্ষণ করা গেলে প্রতি বছর আমাদের প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে। তাই কোল্ড চেইন বিনিয়োগের অপার সুযোগ আমাদের রয়েছে, শুধু দেশিয় প্রয়োজন মিটানোই নয় বরং রপ্তানির জন্য এটি অপার সম্ভাবনাময়য়। এসময়ে তিনি বেসরকারি দেশি বিদেশী বিনিয়োগকারীদের কোল্ড স্টোরেজে বিনিয়োগ করার আহ্বান জানান। এসময়ে তিনি আরো বলেন আমাদের সামনে কোল্ড চেইন বিনিয়োগ শিল্প বিকাসের এক অমিত সম্ভাবনাময় পথ খুলে দিয়েছে।
দিনব্যাপী এ সম্মেলনে সভাপতির বক্ত্যবে বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব লোকমান হোসেন মিয়া বলেন, গত ১৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনারি নেতৃত্বে অবকাঠামগত উন্নয়নসহ আমাদের অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে, সেই সাথে বেড়েছে কৃষি ক্ষেত্রের সক্ষমতা। কৃষি পণ্যের উৎপাদন কয়েক গুনে বৃদ্ধি পেয়েছে । বর্তমানে আমরা সবজি, রসুন, উৎপাদনে বিশ্বে ৩য়, মাছ উৎপাদনে বিশ্বে ৪র্থ, পেঁয়াজ, আলু, আদা, বেগুন, শিমের বিচি উৎপাদনে বিশ্বে ৭ম, মরিচ উৎপাদনে বিশ্বে ২য় কিন্তু এগুলো পচনশীল দ্রব্য হওয়ায় যথাযথ সংরক্ষনের অভাবে রপ্তানীর পরিবর্তে উল্টো আমাদের আমদানী করা লাগে। তাই কোল্ড চেইন বিনিয়োগ হবে অত্যান্ত লাভজনক বিনিয়োগ । এসময়ে তিনি আরো বলেন বিডা সব সময় বিনিয়োগকারীদের পাশে থেকে বিনিয়োগ সহজীকরণের জন্য কাজ করে আসছে এবং ভবিষ্যতেও বিভিন্ন বিনিয়োগ প্রতিবন্ধকতা দূর করাসহ বিনীয়গকারীদের সব ধরনের বিনিয়োগ সেবা প্রদান করবে বিডা।
সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন বিটিএফ এর প্রকল্প পরিচালক, মাইকেল জে পার এবং কি নোট উপস্থাপন করেন উইলিয়াম ফেলোস, এমডি, লিক্সিয়া ক্যাপসিয়া গেস্টিনিস, ইউএসএ , অন্যানের মধ্য মাহবুবুল আলম, সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), কমার্শিয়াল কাউন্সিলর, মার্কিন দূতাবাস, বাংলাদেশ এবং মোঃ সেলিম উদ্দিন, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বক্তব্য রাখেন।
সম্মেলনে কৃষি পণ্য ও খাদ্য পণ্য সংক্রান্ত ব্যবসায় তাপমাত্রা-নিয়ন্ত্রিত লজিস্টিকস (টিসিএল) এর গুরুত্ব, কৃষি ভিত্তিক নিরাপদ খাদ্য সংরক্ষণ ও সরবরাহ, কোলেস্টরেজ স্থাপন, লজিস্টিক পরিষেবা (স্টোরেজ, পরিবহণ, গ্রেডিং, লেবেলিং এবং প্যাকেজিং) , পরিবহন ও বন্দর ব্যবস্থাপনাসহ আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানি করতে কোল্ড চেইনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে ২য় পর্যায়ে, নৌপরিবহণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামলের সভাপতিত্বে এবং সিটি ব্যাংক লিমিটেডের এমডি এবং সিইও, মাশরুর আরেফিন পরিচালনায় বাংলাদেশে টিসিএল (টেম্পারেচার কন্ট্রোলড লজিস্টিক বা তাপমাত্রা-নিয়ন্ত্রিত লজিস্টিকস) খাতে বিনিয়োগ আকর্ষণের জন্য ‘Ensuring Access to Finance and Conducive Policies to attract TCL Investment in Bangladesh’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দেশি বিদেশি বিনীয়োগকারী, ব্যবসায়িকবৃন্দসহ ইউএসডিএ, বিডা ও সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও ওয়েব মিডিয়ার সংবাদ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *