শেরপুর-৩ : ভোটকেন্দ্রে গেলে নাশকতা মামলা দেয়ার হুমকি!

রাজনীতি স্পেশাল

জানুয়ারি ৪, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এ অভিযোগ স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও তার সমর্থকদের।

জানা গেছে, শেরপুর-৩ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয় শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডিএম শহিদুল ইসলামকে।

অপরদিকে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের ৪ বারের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর নির্বাচনী প্রচারণায় মাঠে নামেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় মাঠে নামার পর থেকেই এডিএম শহিদুল ইসলামের নৌকার কর্মী-সমর্থকরা ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের ভোটার ও কর্মী-সমর্থকদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছেন। বাধা দেয়া হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণায়ও।

অভিযোগ রয়েছে স্বতন্ত্র প্রার্থীকে যারা ভোট দিতে চাইছেন নৌকার কর্মী-সমর্থকরা তাদের জামায়াত-বিএনপি, রাজাকার-আলবদর বাহিনী আখ্যা দিয়ে তাদের প্রকাশ্যে হুমকি দেয়া হচ্ছে মাইকে। তারা যেন ভোট কেন্দ্রে না যান এই মর্মেও হুমকি দেয়া হচ্ছে। অন্যথায় তাদের নামে নাশকতার মামলা দেয়ারও হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ভোট কেন্দ্র থেকে তাড়াতে লগি বৈঠারও হুমকি দেয়া হচ্ছে।

শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের কোন পুলিং এজেন্ট ঢুকতে দেয়া হবে না বলেও প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে আসছেন নৌকা প্রতিকের কর্মী-সমর্থকেরা। ফলে শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা ৭ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা এ নিয়ে নানা সংশয়ে রয়েছে।

সরেজমিনে জানা গেছে, ১ জানুয়ারী সোমবার বিকালে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নে নির্বাচনী পথসভার আয়োজন করে। এ সময় নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা সভা করতে বাধা প্রদান করে। পরে পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে স্বতন্ত্র প্রার্থীর পথসভা অনুষ্ঠিত হয়। এর কয়েকদিন আগে রাতে ঝগড়ারচর বাজারে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নির্বাচনী পথসভা চলাকালে নৌকার কর্মী-সমর্থকেরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে অভিযোগ রয়েছে।

ঝিনাইগাতী উপজেলার ধানশাইল বাজারে ট্রাক প্রতীকের পথসভা চলাকালে নৌকার কর্মী-সমর্থকেরা সভা পণ্ড করার চেষ্টা করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসব হুমকি ও ষড়যন্ত্রের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *