কক্সবাজারে ৫ তারকা হোটেল তৈরিতে সবার শীর্ষে গোল্ডস্যান্ডস্ গ্রুপ

কক্সবাজারে ৫ তারকা হোটেল তৈরিতে সবার শীর্ষে গোল্ডস্যান্ডস্ গ্রুপ

ইত্যাদি

অক্টোবর ১৭, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ

সুদীপ দেবনাথ রিমন।।

সময়ের সাথে সাথে দেশের পর্যটন শিল্প এগিয়ে যাচ্ছে। আর এই খাতকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সহায়ক ভূমিকা পালন করছে বিভিন্ন প্রতিষ্ঠান। তেমনি একটি প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস্ গ্রুপ। প্রতিষ্ঠানের সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র ডিরেক্টর শাহাদাৎ হোসাইন বাহার। সাক্ষাতকার নিয়েছেন শীর্ষ খবর পত্রিকার সাংবাদিক সুদীপ দেবনাথ রিমন।

প্রশ্ন: পর্যটন শিল্পে গোল্ডস্যান্ডস গ্রুপের ভূমিকা কেমন?
শাহাদাৎ হোসাইন বাহার : পর্যটন নগরী কক্সবাজার এবং কুয়াকাটার উন্নয়নে গোল্ডস্যান্ডস্ গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার ও কুয়াকাটায় গোল্ডস্যান্ডস্ গ্রুপ তৈরি করছে আন্তর্জাতিক মানের হোটেল। এই ধরনের আন্তর্জাতিক মানের হোটেল বিদেশি ও পর্যটকদেরকে আরো বেশী আকর্ষণ করছে কক্সবাজার ও কুয়াকাটা আসতে। যা আমাদের দেশের অর্থনীতিকে আরো বেশি শক্তিশালী করছে।

প্রশ্ন:মালিকানা পেতে গ্রাহকরা কোন সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা?
শাহাদাৎ হোসেন বাহার: গোল্ডস্যান্ডস্ গ্রুপের হোটেল মালিকানা ক্রয়ের ব্যাপারে কোন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। স্বল্প আয়ের স্নাতক থেকে শুরু করে বড় ব্যবসায়ী সবাই আমাদের এখানে বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগের ব্যাপারে আমাদের গোল্ডস্যান্ডস্ এর কনসালটেন্টরা নিয়মিত আমাদের গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছেন। কারণ আমরা দিচ্ছি সাব-কবলা রেজিস্ট্রেশন। সম্পদের রাজা হোটেল দাম বাড়বে যেমন, রিটার্নও তেমন। আজীবন হালাল ও সুদমুক্ত নিশ্চিত আয়, সারা জীবন বংশানুক্রমে মালিকানা নিশ্চিত করবে এবং মালিকানা সম্পত্তির মত উচ্চ মূল্যের বিক্রয় ও হস্তান্তরযোগ্য হবে। আপনার ভবিষ্যৎ আপনি নিজেই গড়তে পারবেন।

প্রশ্ন: দেশের পর্যটন শিল্পকে আরো বেগবান করতে গোল্ডস্যান্ডস্ গ্রুপের কর্মপরিকল্পনা কি?
শাহাদাৎ হোসেন বাহার : দেশের পর্যটন শিল্পকে আরো বেগবান করতে গোল্ডস্যান্ডস্ গ্রুপ ইতিমধ্যে বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে গোল্ডস্যান্ডস্ গ্রুপ কক্সবাজারে আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল তৈরি করেছে। আন্তর্জাতিক মানের পাঁচ তারকা মানের হোটেল কক্সবাজারের কলাতলী তৈরি হয়েছে। এছাড়াও বাংলাদেশের কুয়াকাটায় প্রথমবারের মতো তৈরি হতে যাচ্ছে আন্তর্জাতিক পাঁচ তারকা মানের হোটেল। তাছাড়া গোল্ডস্যান্ডস্ গ্রুপ প্রজেক্ট হতে যাচ্ছে কক্সবাজারের ইনানীতে। কুয়াকাটাতে গোল্ডস্যান্ডস্ গ্রুপ তৈরি করতে যাচ্ছে কুয়াকাটা সিটি যা এর মূল আকর্ষণের জায়গা হবে। এছাড়াও পদ্মা পাড়ের জাজিরা পয়েন্টে গোল্ডস্যান্ডস্ গ্রুপ তৈরি করছে আন্তর্জাতিক মানের হোটেল এন্ড রিসোর্ট। এই শিল্পের ব্যবসা অধিক লাভবান হওয়ায় দিন দিন বাড়ছে বিনিয়োগের পরিমাণ। আর বিনিয়োগের জন্য দেশের সেরা ও জনপ্রিয় প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস্ গ্রুপ। গোল্ডস্যান্ডস্ গ্রুপের আন্তর্জাতিক ৫ তারকা হোটেলগুলোর আর্কিটেকচারিয়াল ডিজাইন করছে সিঙ্গাপুরিয়ান ওয়ার্ল্ড ক্লাস আর্কিটেক্ট কোম্পানি Surbana Jurong, যারা আধুনিক ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে বিশ্বসেরা। সম্পদের রাজা হোটেল যা বাড়বে যেমন রিটার্নও তেমন। পর্যটন শিল্পে বিনিয়োগের মধ্য দিয়ে একদিকে যেমন ব্যক্তিগত উন্নতির পথ সুগম হতে পারে, অন্যদিকে তেমনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে অসংখ্য মানুষের জীবিকার ব্যবস্থা করা সম্ভব। কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটন শিল্পে হোটেল বিনিয়োগের সব থেকে বেশি আস্থা ও জনপ্রিয় গোল্ডস্যান্ডস্ গ্রুপ এই প্রতিটি আন্তর্জাতিক হোটেল মালিকানা নিশ্চিত করা হবে সাব-কাবলা দলিলের মাধ্যমে। যা সারা জীবন বংশানুক্রমে মালিকানা নিশ্চিত করবে এবং উচ্চমূল্যে বিক্রয় ও হস্তান্তরযোগ্য হবে এবং আজীবন হালাল আয়ের নিশ্চয়তা দিবে। যেখানে বিনিয়োগ করে সুদমুক্ত জীবন গড়ুন। বর্তমানে পর্যটন শিল্পে হোটেল বিনিয়োগ সবচেয়ে নিরাপদ ও লাভজনক। সকল হোটেলের আর্কিটেকচারিয়াল ডিজাইন করছে সিঙ্গাপুরিয়ান বিশ্বসেরা আর্কিটেক্ট কোম্পানি Surbana Jurong।

প্রশ্ন: স্মার্ট বাংলাদেশ নির্মাণে পর্যটন শিল্পের ভূমিকা কেমন?
শাহাদাৎ হোসাইন বাহার : স্মার্ট বাংলাদেশ নির্মাণে পর্যটন শিল্পের ভূমিকা অনেক। বাংলাদেশের পর্যটন শিল্পে আন্তর্জাতিক মানের হোটেল নির্মাণের মাধ্যমে পর্যটন শিল্পকে আরও বেশি শক্তিশালী করা হচ্ছে। আধুনিক সব সুবিধাসহ সমৃদ্ধ হোটেল তৈরি করছে গোল্ডস্যান্ডস্ গ্রুপ। আধুনিক সকল সুযোগ সুবিধা, দ্রুতগতির ইন্টারনেট, ও লেটেস্ট টেকনোলজি নিয়ে তৈরি হচ্ছে গোল্ডস্যান্ডস্ গ্রুপের সকল প্রজেক্ট।

প্রশ্ন: সাব-কবলা দলিল বলতে কি বুঝাচ্ছেন?
শাহাদাৎ হোসাইন বাহার : গোল্ডস্যান্ডস্ গ্রুপের সকল প্রজেক্ট এর মালিকানাগুলো আমরা সাব-কবলা রেজিস্ট্রেশন দিয়ে থাকি। সাব-কবলা রেজিস্ট্রেশন মানে জমিসহ মালিকানা পাচ্ছেন আমাদের গ্রাহকরা। সাব-কবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রাহকরা উপভোগ করতে পারছে আজীবনের মালিকানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *