ইংরেজী জাতীয় দৈনিক ট্রাইবুনাল পত্রিকায় শেরপুর থেকে নিয়োগ পেলেন যারা

ইংরেজী জাতীয় দৈনিক ট্রাইবুনাল পত্রিকায় শেরপুর থেকে নিয়োগ পেলেন যারা

দেশজুড়ে

জুলাই ৭, ২০২৪ ১০:১৭ পূর্বাহ্ণ

দেলোয়ার হোসেন, নকলা (শেরপুর)।।

শেরপুর সদর উপজেলাসহ ৫টি উপজেলা নিয়ে সীমান্তবর্তী শেরপুর জেলা গঠিত। এই জেলার ইতিহাস, ঐতিহ্য, সকল উন্নয়ন ও অসঙ্গতি তুলে ধরতে ইংরেজী ভাষায় প্রকাশিত জাতীয় দৈনিক ট্রাইবুনাল পত্রিকায় জেলা প্রতিনিধিসহ সকল উপজেলার জন্য একজন করে প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ প্রাপ্ত সাংবাদিকগন হলেন- শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে মোঃ মোশারফ হোসাইন, ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, শেরপুর সদর উপজেলা প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম, নকলা উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান সৌরভ, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ জোবায়ের আহমেদ ও শ্রীবরদী উপজেলা প্রতিনিধি হিসেবে মোঃ ফরিদ আহম্মেদ।

শনিবার (৬ জুলাই) পত্রিকাটির অফিস থেকে প্রেরিত প্রতিনিধিদের নিজ নিজ আইডি কার্ড (পরিচয় পত্র) সহ প্রয়োজনীয় সামগ্রী জেলা প্রতিনিধির হাতে ডাকযোগে পৌঁছানো হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা প্রতিনিধিদের হাতে পত্রিকার আইডি কার্ডসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রতিনিধি ও নকলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন।

মোশারফ হোসাইন বলেন, শেরপুরে এই প্রথম বহুল পঠিত ও প্রচারিত ইংরেজী ভাষায় প্রকাশিত কোন জাতীয় পত্রিকার প্রতিনিধি হিসেবে সদর উপজেলাসহ সবকয়টি (৫টি) উপজেলাতে একজন করে প্রতিনিধি একযোগে নিয়োগ দেওয়া হলো। এতে স্বাভাবিক কারনেই পুরো শেরপুর জেলায় দৈনিক ট্রাইবুনাল পত্রিকাটি খুবদ্রুত সময়ের মধ্যে পাঠক, বিজ্ঞাপন দাতা ও শুভাকাঙ্খিদের কাছে অধিক সমাদৃত ও পাঠক প্রিয় হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন। জেলাব্যাপি এই ইংরেজী পত্রিকাটির সুনাম বৃদ্ধিতে সকল প্রকার বিজ্ঞাপন ও খবরের প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্বিক সহযোগিতার পাশাপাশি সবার কাছে দোয়া কামনা করেছেন সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধিগনসহ সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *