প্রিয়জন কেন অপ্রিয় হয়ে যায়?

প্রিয়জন কেন অপ্রিয় হয়ে যায়?

লাইফস্টাইল স্পেশাল

নভেম্বর ৫, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ণ

প্রেম কিংবা ভালোলাগার সম্পর্কের টানে একটা ‘এক্স ফ্যাক্টর’ প্রয়োজন হয়। বিশেষ করে একটি সম্পর্ক  দীর্ঘদিন টিঁকিয়ে রাখতে এই ফ্যাক্টরটা জরুরি। সম্পর্ক যখন মানসিক বোঝা হয়ে যায়, তখনই অশান্তির শুরু ও একে অপরের থেকে দূরে সরার পালা।

ঠিক কোন কারণে প্রিয়জন অপ্রিয় হয়ে যায় জানুন:

>>সম্পর্কে একে অপরের প্রতি সম্মান থাকাটা সবচেয়ে বেশি জরুরি বলেন বিশেষজ্ঞরা। এবং আপনি যে সঙ্গীকে সম্মান করেন সেটা কখনো কখনো বোঝানোও প্রয়োজন। ধারাবাহিকতা– সম্পর্কে নিজের সঙ্গীর জন্য যেগুলো আপনি প্রথমে করতেন, সেগুলোর মধ্যে ধারাবাহিকতা রাখাটা খুবই জরুরি। নাহলে সেখান থেকেই তৈরি হয় গুরুত্ব কমে যাওয়ার বোধ। ফলে দূরত্ব বাড়তে থাকে।

>>বিশ্বাসের উপর ভর করে সম্পর্ক। সঙ্গীকে ঠকালে সেই সম্পর্কের ভিত নড়ে যায়। ফলে প্রতারণার কথা সামনে চলে এলেই সেই সম্পর্ক আহত হয়ে যায়। সেই বিশ্বাস ফেরানোও খুবই কঠিন বলে মত বিশেষজ্ঞদের।

>> একটা কথা খুব বলা হয় ইদানীং। স্পেশ্যাল অনুভব করানো। সম্পর্কের শুরুতে যে ভাবে একে অপরকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রবণতা থাকে, ধীরে ধীরে তা কমতে থাকে। কিন্তু সেটা প্রকট হয়ে উঠলেই সম্পর্কের বাঁধন আলগা হতে শুরু করে।

>>কবির ভাষায় ‘কেউ কথা রাখে না’। কিন্তু কবির কথা ভুল! কেউ কেউতো নিশ্চয় কথা রাখেন। কথা রাখার প্রতিজ্ঞা করুন, কথা রাখুন নয়তো আপনার প্রতি সমস্ত আকর্ষণ হারিয়ে ফেলবেন সঙ্গী। কথায় কথায় বলবে, ‘কথা রাখতে জান না। কথা বলে লাভ নেই।’ ফলে সময় থাকতে সতর্ক হোন।

সূত্র: নিউজ বাংলা ১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *