টেলিটক সিমে রবি নেটওয়ার্ক, অনুমোদনের অপেক্ষা

টেলিটক সিমে রবি নেটওয়ার্ক, অনুমোদনের অপেক্ষা

বিজ্ঞান ও প্রযুক্তি

জানুয়ারি ২৪, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ণ

মোবাইল টেলিকম অপারেটর রবি ও টেলিটক দেশে জাতীয় রোমিং ফিল্ড ট্রায়াল চালু করার উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থায় রবি ও টেলিটক গ্রাহকরা কোনো স্থানে তাদের ব্যবহৃত নেটওয়ার্ক দুর্বল বা অনুপস্থিত হলে সেখানে অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে তারা দেশের নির্দিষ্ট কিছু এলাকায় নিরবচ্ছিন্নভাবে সেবার সুযোগ পাবেন।

রবি-টেলিটকের পরীক্ষামূলক এমন উদ্যোগে অনুমতি দিতে টেলিযোগাযোগ বিভাগের অনুমোদন চাইছে বিটিআরসি। ‘ন্যাশনাল রোমিং‘ নামে এই সেবা চালুতে বিটিআরসিতে রবির আবেদনের পর এ সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রণ সংস্থাটি।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ‘ন্যাশনাল রোমিং’ নিয়ে প্রথম ২০১৫ সালে আমরাই কাজ করতে চেয়েছিলাম। যদিও তখন এটি সফল হয়নি। নেটওয়ার্ক শেয়ারিং যেকোনো দেশেরই টেলিযোগাযোগ খাতের জন্য ভালো বিষয়। রবির নেটওয়ার্ক পেলে নিঃসন্দেহে টেলিটকের গ্রাহকরা উপকৃত হবে।

২০২৩ সালে টেলিটকের নেটওয়ার্ক নিয়ে বাংলালিংক এমন আবেদন করেছিল। বিটিআরসির অনুমতি নিয়ে এরই মধ্যে তারা বিষয়টি পরীক্ষামূলকভাবে চালু করে দেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *