৫০০ টাকার নতুন নোট মিলবে আজ থেকে

৫০০ টাকার নতুন নোট মিলবে আজ থেকে

অর্থনীতি স্লাইড

অক্টোবর ২৪, ২০২২ ১০:১৫ পূর্বাহ্ণ

৫০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার থেকে পাওয়া যাবে গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত এ নোট।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থে‌কে এ তথ্য জা‌নানো হয়ে‌ছে।

কেন্দ্রীয় ব্যাংকের প‌ক্ষ থে‌কে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ২৪ অক্টোবর মতিঝিল কেন্দ্রীয় ব্যাংকের অফিস থেকে ইস্যু করা হবে। যা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স জানিয়েছে, নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের নোটের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

এর আগে, ১৫ সে‌প্টেম্বর গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক।

চলতি বছরের ১২ জুলাই গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন আব্দুর রউফ তালুকদার। দেশের ১২তম গভর্নরের দায়িত্ব পালন করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *