৪৫ দিনের ক্ষমতায় যে ‘রেকর্ড’ গড়লেন লিজ ট্রাস

৪৫ দিনের ক্ষমতায় যে ‘রেকর্ড’ গড়লেন লিজ ট্রাস

আন্তর্জাতিক

অক্টোবর ২২, ২০২২ ১০:১৯ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের সদ্যই বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস ভুল ‘অর্থনৈতিক নীতি’ নিয়ে কয়েক দিন ধরেই চাপে ছিলেন। তার প্রধানমন্ত্রিত্ব থাকবে নাকি থাকবে না- এ নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। সব কিছুর অবসান ঘটল বৃহস্পতিবার। লিজ ট্রাস নিজেই ঘোষণা দিলেন তিনি পদত্যাগ করবেন।

তিনি গত সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণ করেন। নিজ দলের সদস্যদের তোপের মুখে পরে মাত্র ৪৫ দিন পরই বাধ্য হয়ে দায়িত্ব ছাড়তে হলো।

আর মাত্র ৪৫ দিন প্রধানমন্ত্রী থাকার মাধ্যমে যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের লজ্জার রেকর্ডের অংশ হয়েছেন লিজ ট্রাস।

১৮২৭ সালে ১২৭ দিন প্রধানমন্ত্রী থাকার পর জর্জ কেনিং মারা যান। এতদিন এটিই ছিল সবচেয়ে কম সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের রেকর্ড।  প্রায় ২০০ বছর পর এ রেকর্ড ভেঙে দিলেন ট্রাস।

গত সেপ্টেম্বরে বরিস জনসনকেও ঠিক একই কায়দায় প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয়। এর দেড় মাস পর আবারো দলের অভ্যন্তরীণ কোন্দল ও ভুল অর্থনৈতিক নীতির কারণে সরে যেতে হলো লিজ ট্রাসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *