৪২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফখরের ঝোড়ো সেঞ্চুরি

খেলা

নভেম্বর ৪, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ

চলমান ভারত বিশ্বকাপের চার ম্যাচ হেরেছে পাকিস্তান। আর তাতেই বিশ্বকাপে সেমিফাইনাল খেলা খুব কঠিন হয়েছে বারবদের জন্য। যদি কিন্তুর হিসাবে তাদের সেমিফাইনাল খেলা আটকে গেছে। বাঁচা মরার লড়াইয়ে আজ তাদের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করেছেন নিউজিল্যান্ড। যেখানে পাকিস্তান দলের বিশ্বসেরা পেস বোলারদের রীতিমতো শাষণ করেছেন কিউই ব্যাটাররা।নির্ধারিত পঞ্চাশ হবার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪০১ রান। রান পাহাড় তাড়া করতে গিয়ে ঝড় সেঞ্চুরী তুলে নিয়েছেন পাকিস্তানি ওপেনার ফকর জামান। এরপরই বৃষ্টি হানা দেয়।

এখন পর্যন্ত বিশ্বকাপে তিন জয়ে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান পাকিস্তানের। অন্যদিকে, কেইন উইলিয়ামসনদের অবস্থান চারে। পাকিস্তান আজ জিততে পারলে উভয়ের পয়েন্ট হবে সমান ৮ করে। কিন্তু সেমিতে উঠতে গেলে নেট রানরেটও বাড়াতে হবে বাবর আজমদের। সেজন্য তাদেরকে কিউইদের রানপাহাড় ৩৫ ওভারেই পেরোতে হবে। ওভারপ্রতি রান তুলতে হবে ১১.৪৮ গড়ে।

এমন সমীকরণ মাথায় নিয়ে শুরুতেই ওপেনার আব্দুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারেই তিনি টিম সাউদির বলে মিড-অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে উইলিয়ামসনকে ক্যাচ দিয়েছেন। নিজের অভিষেক বিশ্বকাপে বেশ ছন্দে থাকা শফিক ফিরেছেন মাত্র ৪ রান করে। এরপর অধিনায়ক বাবরকে সঙ্গী করে তাণ্ডব চালান ফখর। চলতি বছরে তিনি কিউইদের বিপক্ষে ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি করেছিলেন। এবার সেটাকে নিয়ে গেলেন ৪-নম্বরে।

চলতি বিশ্বকাপের প্রথম শতক পেতে তিনি ৭টি চার ও ৯টি ছক্কার বাউন্ডারি খেলেছেন। সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৬৩ বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *