১৮০ সন্তানের বাবা হয়েও একাকিত্ব

১৮০ সন্তানের বাবা হয়েও একাকিত্ব

মজার খবর স্পেশাল

এপ্রিল ২৯, ২০২৪ ৮:৫৮ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের নিউক্যাসেলের এক ব্যক্তি ১৩ বছর ধরে স্পার্ম ডোনেট (শুক্রাণু দান) করছেন। তার নাম জো ডোনার। প্রাকৃতিক প্রজনন, আংশিক গর্ভধারণ ও কৃত্রিম গর্ভধারণসহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এ পর্যন্ত ১৮০ শিশুর বাবা হয়েছেন তিনি। খবর ব্রিটিশ ট্যাবলয়েড মেট্রোর।

নিজের উপাধি প্রকাশ করতে না চাওয়া ৫২ বছর বয়সি জো ডোনার বলেন, তার শুক্রাণুতে অনেক নারী সন্তানের মুখ দেখলেও তিনি নিজে একাকিত্বে ভুগেছেন।

স্পার্ম ডোনার হিসাবে কাজ করার কিছু সীমাবদ্ধতাও আছে বলে জানান তিনি। তিনি কোনো পূর্ণকালীন চাকরি করতে পারেন না কিংবা কারও সঙ্গে কোনো প্রেমের সম্পর্কেও জড়াতে পারেন না। জো দুঃখ প্রকাশ করে বলেন, রোমান্সের জন্য কোনো সময় নেই। আপনাকে সবসময় তৈরি থাকতে হবে শুক্রাণু নিয়ে, যদি কোনো নারী হঠাৎ ডিম্বস্ফোটনের জন্য তৈরি হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *