‘সৌদি আরবে প্রস্তুতি ভালো হয়েছে’

‘সৌদি আরবে প্রস্তুতি ভালো হয়েছে’

খেলা

মার্চ ১৯, ২০২৩ ১০:২৯ পূর্বাহ্ণ

টানা সপ্তাহ দুয়েক সৌদি আরবে অনুশীলন করার পর সরাসরি সিলেটে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লম্বা ভ্রমণে ক্লান্তি কারণে শনিবার (১৮ মার্চ) সকালে অনুশীলন করেনি জামাল ভূঁইয়ার দল।

বিকাল বেলা অনুশীলন করলেও বিকেএসপির উঠতি খেলোয়াড়দের সঙ্গে নানা বিষয়ে গল্প-গুজবে মেতেছিল জাতীয় দলের ফুটবলাররা। তবে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সৌদি আরবের অনুশীলন নিয়ে বলেন ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে’

আগামী ২৫ ও ২৮ মার্চ সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ হবে সিলেট জেলা স্টেডিয়ামে। এ উপলক্ষে সৌদিতে ১০ দিনের ক্যাম্প করে সিলেট পৌঁছায় দল। ফুটবলারদের অনুশীলন নিয়ে বলেন, ‘সৌদি থেকে লম্বা ভ্রমণ করে এসেছি। সৌদি আরবের আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। বাংলাদেশে আজ (শনিবার) আমাদের প্রথম সেশন ছিল। সকালে রিকভারির জন্য বিশ্রাম নিয়েছে খেলোয়াড়রা, অনুশীলনও হালকাভাবে করা হয়েছে, যেহেতু ছেলেদের লম্বা ভ্রমণক্লান্তি ছিল।’

বিকেএসপির উঠতি খেলোয়াড়দের সঙ্গে নানা বিষয়ে গল্প-গুজব করে ফুটবলারা। ছবি: বাফুফে

বিকেএসপির উঠতি খেলোয়াড়দের সঙ্গে নানা বিষয়ে গল্প-গুজব করে ফুটবলারা। ছবি: বাফুফে

পাসপোর্ট জটিলতায় সৌদিতে যেতে পারেননি দলের দুই ফুটবলার রবিউল হাসান ও মোহাম্মদ ইব্রাহিম। সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই দুজনে। সতীর্থদের সাথেও অনুশীলন করেছেন। ক্যাবরেরা জানালেন, ‘আজ দলে যোগ দিয়েছে রবিউল হাসান ও মোহাম্মদ ইব্রাহিম। দলের সঙ্গে তাদের অনুশীলনে দেখে ভালো লেগেছে। এখানে আমাদের সঙ্গে বিকেএসপির খেলোয়াড়রা আছে, তারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং ছবি তুলেছে। এখানের পরিবেশ আমাদের খুবই ভালো লাগছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *