সেনেগালে বাস-ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৯

সেনেগালে বাস-ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৯

আন্তর্জাতিক

জানুয়ারি ১৭, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ণ

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন।

সোমবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে লোগা অঞ্চলের সাকাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির জাতীয় অগ্নিনির্বাপক পরিষেবার কর্মকর্তা কর্নেল পাপা অ্যাঞ্জ মিশেল দিত্তা।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল।

এর আগে গত ৮ জানুয়ারি সেনেগালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৮ জন নিহত ও ৮৭ জন আহত হন। সেনেগালে প্রায়ই ভয়ংকর সড়ক দুর্ঘটনা ঘটে। চালকদের অসতর্কতা, খারাপ রাস্তা এবং পুরনো যানবাহনের কারণে দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয় দেশটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *