অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত বদলাল পাকিস্তান

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত বদলাল পাকিস্তান

আন্তর্জাতিক

জুলাই ২৬, ২০২৩ ৯:২১ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বেয়াই অর্থমন্ত্রী ইসহাক দারকে নিয়ে সিদ্ধান্ত বদলেছে পাকিস্তান।

ইসহাক দারকে দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার খবরকে ‘মিথ্যা’ দাবি করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এক মন্ত্রী। একই ইঙ্গিত দেন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তান মুসলিম খাজা আসিফও।

মঙ্গলবার পাকিস্তানের সংসদ ভবনের বাইরে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসহাক দারকে নিয়ে প্রতিবেদন একজন বিশ্বাসযোগ্য সাংবাদিক দ্বারা ‘ফাঁস করা হয়েছে’। কিন্তু এতে কোনো সত্যতা নেই। ক্ষমতাসীন দল থেকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নির্বাচিত হলে এটি ভালো হবে না বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, দারকে অন্তর্র্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে বিবেচনা করা হচ্ছে এমন খবরও অস্বীকার করেছেন এই প্রতিরক্ষামন্ত্রী। জানিয়েছেন, এ ব্যাপারে এখনো কাজ শুরু হয়নি। এমনকি তিনি এটি সম্পর্কে অবগতও নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *