‘সাকিব ভাই না থাকলেও এগিয়ে যেতে হবে’

‘সাকিব ভাই না থাকলেও এগিয়ে যেতে হবে’

খেলা

জুন ১৮, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ণ

মিরপুর টেস্টে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে ব্যাটিং-বোলিং দুই ইউনিটেই দুর্দান্ত পারফর্ম করেছে টাইগাররা। ফলে আশানুরূপ ফলাফলই ঝুলিতে ভরেছে লিটন দাসের দল।

ইনজুরির কারণে আফগানিস্তান টেস্ট মিস করেছেন সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে দলকে বেশ ভালোভাবেই নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। তবে শুধু নেতৃত্ব দিয়েই নয়, বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়টিও এসেছে তার হাত ধরেই।

সাদা পোশাকে সাকিবের না থাকা নিয়ে দলে কেমন প্রভাব পড়েছে এ প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘দেখেন ম্যাচের আগে হয়তো এরকম ছিল সাকিব ভাই খেললে ভালো হতো। ম্যাচের পরে আসছে যে খেললে ভালো হতো কিনা। জিনিসটা এমন না, আপনার হাতে যা অস্ত্র আছে তাই ব্যবহার করতে হবে। কে থাকবে না থাকবে এটা নিয়ে চিন্তা করার সুযোগ নেই।’

তিনি আরো বলেন, ‘হয়তো দুই বা চার বছর পর এমন দিন আসবে যখন সাকিব ভাই থাকবে না। বাংলাদেশ দলকে তো এগিয়ে যেতে হবে। আমি যে দলের হয়ে এই টেস্টে খেলেছি এটি বাংলাদেশের সেরা দল। তারা তাদের ভূমিকা পালন করেছে।’

ঢাকা টেস্ট জয়ের পর মাউন্ট মঙ্গানুইয়ে জয়ের প্রসঙ্গ টানলেন লিটন, ‘নিউজিল্যান্ডে যে আমরা জিতেছি, একই কিন্তু। তামিম ভাই, সাকিব ভাই কেউই খেলেননি। আমরা তরুণ দল ছিলাম এবং দেশের বাইরে গিয়ে জিতেছি। আমরা যখন দেশের বাইরে গিয়ে জিতলাম আমাদের ভেতর একটা বিশ্বাস আসল যে, কষ্ট সাফল্য পাওয়ার হার বাড়ায়। সবাই এখন একটা ব্যাপারে মরিয়া যে কখন টেস্ট আসবে, কখন টেস্ট আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *