সাংবাদিকরা আয় করবেন এক্স থেকে

সাংবাদিকরা আয় করবেন এক্স থেকে

বিজ্ঞান ও প্রযুক্তি

আগস্ট ২৫, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ

ধনকুবের ইলন মাস্ক এবার সাংবাদিকদের বেশি আয়ের পথ বাতলে দিয়েছেন। তার নিয়ন্ত্রিত সোশ্যাল মাধ্যম থেকে অর্থ আয় করা যাবে বলে জানিয়েছেন এ বিতর্কিত প্রযুক্তি উদ্যোক্তা। এজন্য সরাসরি এক্সে সংবাদ প্রকাশ করতে হবে। এনডিটিভি। টেসলার প্রধান নির্বাহী জানান, সাংবাদিকরা সরাসরি এক্সে সংবাদ প্রকাশ করলে বেশি আয় করতে পারবেন। সঙ্গে লেখার স্বাধীনতার প্রতিশ্রুতি দেন এ খ্যাপাটে উদ্যোক্তা।

মঙ্গলবার ভোরে ইলোন টুইটে লেখেন, লেখার স্বাধীনতা ও বেশি অর্থ উপার্জন করতে চান-আপনি যদি এমন সাংবাদিক হন তবে সরাসরি এ প্ল্যাটফর্মে (এক্স) সংবাদ প্রকাশ করুন।

কিছুদিন আগে জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারকে এক্স নামে রিব্র্যান্ডিং করেন মাস্ক। এবারই প্রথম নয় আগেও আর্টিকেল প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি।

জানা গেছে, মাসিক সাবস্ক্রিপশন না থাকলে ব্যবহারকারীদের আর্টিকেল প্রতি অর্থ পরিশোধ করতে হবে। সাবস্ক্রিপশন থাকলে তাদের খরচ কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *