সমতায় শেষ ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ

খেলা

জুন ২০, ২০২২ ৯:৪৭ পূর্বাহ্ণ

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচটি ছিল রোববার (১৯ জুন)। তবে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচে মাত্র ২১ বল হওয়ার পরই ম্যাচটি বাতিল করে দেয় ম্যাচ অফিশিয়ালসরা। ফলে পাঁচ ম্যাচের সিরিজটি ২-২ ব্যবধানেই শেষ হলো। আর সিরিজ ভাগাভাগি করল দুই দল।

বেঙ্গালুরুতে ম্যাচটি শুরুই হয় দেরিতে। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি নামিয়ে আনা হয় ১৯ ওভারে। তবে ম্যাচটি শুরু হলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেনি খেলোয়াড়রা। মাঠে মাত্র ৩.৩ ওভার খেলা হওয়ার পরই আবারো বৃষ্টি হানা দেয়। এরপর আর মাঠে নামা সম্ভব হয়নি। ফলে ম্যাচটি বাতিল করে দেয় ম্যাচ অফিশিয়ালসরা।

পঞ্চম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক কেশব মহারাজ। শুরুটা দারুণ করেছিল তারা। ৩.৩ ওভারে ২৮ রানে ভারতের দুই ওপেনারকে তুলে নিয়েছিলেন এনজিডি। প্রথমে ঈশান কিষানকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান এনজিডি। এরপর আরেক ওপেনার গায়কওয়াদকেও তুলে নেন তিনি।

এরপর বৃষ্টি নামলে আর খেলা মাঠে গড়ায়নি। ফলে ম্যাচের পাশাপাশি সিরিজও অসমাপ্তি রয়ে যায়। আর সিরিজ ভাগাভাগি করে নেয় দুই দল। ভারতের পরের সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি মাসের ২৬ ও ২৮ জুন।

এই সিরিজের ভারতের সেরা দল মাঠে নামায়নি। বিরাট কোহলি ও রোহিত শর্মা ছুটিতে থাকায় প্রথমে অধিনায়ক করা হয়েছিল কেএল রাহুলকে। তবে ইনজুরির কারণে সিরিজের আগেই ছিটকে যান তিনি। তার বদলি হিসেবে প্রথমবারের মতো ভারতের অধিনায়কের দায়িত্ব দেয়া হয় রিশভ পন্তের ওপর। তবে শুরুটা ভালো হয়নি ২৪ বছর বয়সী এ উইকেটরক্ষকের।

প্রথম দুই ম্যাচেই হেরে যায় তার দল। তবে পরের দুই ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছিল স্বাগতিকরা। তবে দল ফর্মে ফিরলেও পন্তের ব্যাট জ্বলে উঠেনি এ সিরিজে। চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৫৭ রান, যেখানে সর্বোচ্চ ইনিংসটি ছিল মাত্র ২৯ রানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *