সব বয়সে সমান ঘুম নয়, আপনি কত ঘণ্টা ঘুমাবেন?

সব বয়সে সমান ঘুম নয়, আপনি কত ঘণ্টা ঘুমাবেন?

লাইফস্টাইল স্পেশাল

অক্টোবর ২, ২০২৩ ১১:২৬ পূর্বাহ্ণ

শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। মানসিক চাপ সামাল দিতে গেলেও রাতে ৭-৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমের প্রয়োজন রয়েছে। সারাদিন কাজের পর শক্তি পুর্নসঞ্চয়, নতুন কোষ তৈরি, মস্তিষ্কের কর্মকাণ্ড ঠিক রাখা থেকে ক্ষত সারানো- সব কিছুরর নেপথ্যেই রয়েছে ঘুম।

নবজাতক শিশুর যে পরিমাণ ঘুমের প্রয়োজন সেই পরিমাণ ঘুম তো প্রাপ্তবয়স্ক মানুষ ঘুমোতে পারেন না। সে ক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন কোন বয়সে কত ঘণ্টা ঘুমোনো প্রয়োজন।

নবজাতক শিশুর দিনে ১৪-১৭ ঘণ্টা, ইনফ্যান্ট (৪-১১ মাস) দিনে ১৪-১৫ ঘণ্টা, টডলার (১২-৩৫ মাস) দিনে ১২-১৪ ঘণ্টা, প্রি-স্কুলের বাচ্চা (৩-৬ বছর) দিনে ১১-১৩ ঘণ্টা, প্রাথমিক স্কুলের বাচ্চা (৬-১০ বছর) দিনে ১০-১১ ঘণ্টা, বয়ঃসন্ধি (১১-১৮ বছর) দিনে ৯.২৫ ঘণ্টা আর প্রাপ্তবয়স্কদের দিনে ৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কম ঘুমালে তার প্রভাব শরীরে মারাত্মক আকার ধারণ করতে পারে। শরীরে প্রদাহের সমস্যা বেড়ে যেতে পারে কয়েকগুণ। এছাড়া উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার মতো সমস্যার নেপথ্যেও রয়েছে ঘুমের পরিমাণ।

অতিরিক্ত ক্যাফেইন জাতীয় পানীয়, নরম ঠান্ডা পানীয় খেলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। ধূমপান কিংবা মদ্যপানে লাগাম টানতে না পারলেও সমস্যা বাড়তে পারে। এছাড়া ভিটামিন বি-১২ এবং ভিটামিন ডি-এর অভাবেও অনেক সময়ে অনিদ্রাজনিত সমস্যায় ভুগতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *