সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

জাতীয় স্লাইড

জানুয়ারি ৩১, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ

সচিবদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও এখনো স্থান নির্ধারণ করা হয়নি। সভার স্থান এবং এজেন্ডা আগামী দু’একদিনের মধ্যে চূড়ান্ত করা হবে।

এবারের সচিব সভায় বরাবরের মতোই প্রধানমন্ত্রী প্রধান অতিথি এবং মন্ত্রিপরিষদ সচিব সভাপতিত্ব করবেন। এতে সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বিভিন্ন দফতর বা সংস্থায় কাজ করা সচিবরাও উপস্থিত থাকবেন। বর্তমানে নিয়মিত ও চুক্তিভিত্তিক মিলিয়ে ৮৭ জন সচিব ও সিনিয়র সচিব দায়িত্ব পালন করছেন।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, সচিব সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন। এই সভা থেকে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আসবে।

এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা হয়েছিল ২০২২ সালের ২৭ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *