https://www.sylhetsomachar.com/

‘সংবিধান বহির্ভূত সরকার যেন ক্ষমতায় না আসে সেই চেষ্টা করেছি’

জাতীয় স্লাইড

জানুয়ারি ২৯, ২০২৩ ১:২২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার। সংবিধান বহির্ভূত সরকার যেন আর ক্ষমতায় আসতে না পারে, আমরা সেই চেষ্টা করেছি। সেই সাথে, পুলিশের সাহসী ভূমিকায় দেশ আজ জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় সফল।

পাঁচ বছর পর রোববার রাজশাহী সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারদায় পুলিশ একাডেমির অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ বাহিনী। তারা কাজ করেছে জঙ্গিবাদ মোকাবেলায়। প্রশংসাও কুড়িয়েছে তারা। এছাড়া, মঙ্গা মোকাবেলায় কাজ করছে সরকার। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তেও কাজ চলছে।

বিকালে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আওয়ামী লীগ সভাপতি। জনসভায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন শেখ হাসিনা। সেখানে এরইমধ্যে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীতে বিরাজ করছে উচ্ছ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *